Ajker Patrika

রুটকে ‘নকল’ করতে গিয়ে ব্যর্থ কোহলি

আপডেট : ২৫ জুন ২০২২, ২২: ১৮
রুটকে ‘নকল’ করতে গিয়ে ব্যর্থ কোহলি

বিরাট কোহলির ব্যাট কোনোভাবেই তাঁর কথা শুনছে না। দীর্ঘদিন ধরে বড় ইনিংস উপহার দিতে পারছেন না ভারতীয় তারকা। 

ইংল্যান্ড সফরে থাকা কোহলি চেষ্টা করেছিলেন জো রুটকে ‘নকল করে জাদুকর’ হওয়ার। সে চেষ্টাতেও বেঁকে বসেছে তাঁর ব্যাট। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নন-স্ট্রাইক প্রান্তে থাকা কোহলি তাঁর ব্যাটকে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ভারতের সাবেক অধিনায়ক ব্যাটের দুই দিকে দুইবার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো বারেই ব্যাটকে সোজা করে দাঁড়িয়ে রাখতে পারেননি। শেষে হাল ছেড়ে দিয়েছেন তিনি। ইনিংসটিকেও পারেননি লম্বা করতে। আউট হয়েছেন ৩৩ রানে। 

কোহলির কাণ্ড দেখে ভক্ত-সমর্থকেরা বেশ মজা পেয়েছেন। তাঁর এ ঘটনার আগে রুট কোনো সাহায্য ছাড়াই ব্যাটকে দাঁড়িয়ে রেখেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে। তা দেখে ক্রিকেট অনুরাগীরা তাঁকে ‘জাদুকর’ নাম দিয়েছেন। 

ব্যাট দাঁড়িয়ে রাখতে ব্যর্থ হলেও দ্রুত ছন্দে ফেরার আশায় আছেন কোহলি। একসময়কার ‘রান মেশিন’ সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত