
২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দুই বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও গ্রুপ ‘২’-এ আছে নিউজিল্যান্ড-আফগানিস্তানের মতো দল। প্রথম রাউন্ড থেকে উঠে আসতে পারে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশও।
তবে প্রতিপক্ষ যেমনই হোক, ভারত-পাকিস্তান ছাড়া গ্রুপ ‘২’ থেকে আর কোনো দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিত খান। কেন ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলবে সেই কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন বাজিত। স্টার স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান সেমিফাইনালে খেলবে—এটা বলার কারণ হিসেবে আমি বলব, বিশ্বকাপটা হচ্ছে আরব আমিরাতে। পাকিস্তানের এই পরিবেশ ভালো করেই জানা। এখানে ২০০ বনাম ২০০ রানের ইনিংস আশা করা বৃথা। পাকিস্তানের বোলাররা জানে এখানকার উইকেটে কীভাবে বল করতে হবে, কোথায় বল করতে হবে।’
ভারতের সেমিফাইনালে খেলার কারণ হিসেবে বাজিতের ব্যাখ্যা, ‘ভারতও তাদের স্পিনারদের ওপর নির্ভরশীল। আর এ ধরনের উইকেট তাদের বোলারদের জন্য একদম ঠিক আছে। ১৬০-১৭০ রান করতে পারলেই ভারত ভালো করবে।’
গ্রুপ ‘১’-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী চার দল। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সম্ভাবনা বেশি দেখছেন বাজিত, ‘ওয়েস্ট ইন্ডিজকে কখনোই হিসাবের বাইরে রাখা যাবে না। এরা কখন কী করে বসে কেউ জানে না। আমিরাতের উইকেটে ইংল্যান্ডের জন্য কঠিন হলেও এই দলের গভীরতা অনেক। তাই তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও অনেক।’

২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দুই বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও গ্রুপ ‘২’-এ আছে নিউজিল্যান্ড-আফগানিস্তানের মতো দল। প্রথম রাউন্ড থেকে উঠে আসতে পারে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশও।
তবে প্রতিপক্ষ যেমনই হোক, ভারত-পাকিস্তান ছাড়া গ্রুপ ‘২’ থেকে আর কোনো দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিত খান। কেন ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলবে সেই কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন বাজিত। স্টার স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান সেমিফাইনালে খেলবে—এটা বলার কারণ হিসেবে আমি বলব, বিশ্বকাপটা হচ্ছে আরব আমিরাতে। পাকিস্তানের এই পরিবেশ ভালো করেই জানা। এখানে ২০০ বনাম ২০০ রানের ইনিংস আশা করা বৃথা। পাকিস্তানের বোলাররা জানে এখানকার উইকেটে কীভাবে বল করতে হবে, কোথায় বল করতে হবে।’
ভারতের সেমিফাইনালে খেলার কারণ হিসেবে বাজিতের ব্যাখ্যা, ‘ভারতও তাদের স্পিনারদের ওপর নির্ভরশীল। আর এ ধরনের উইকেট তাদের বোলারদের জন্য একদম ঠিক আছে। ১৬০-১৭০ রান করতে পারলেই ভারত ভালো করবে।’
গ্রুপ ‘১’-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী চার দল। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সম্ভাবনা বেশি দেখছেন বাজিত, ‘ওয়েস্ট ইন্ডিজকে কখনোই হিসাবের বাইরে রাখা যাবে না। এরা কখন কী করে বসে কেউ জানে না। আমিরাতের উইকেটে ইংল্যান্ডের জন্য কঠিন হলেও এই দলের গভীরতা অনেক। তাই তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও অনেক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভেন্যু সব আগে থেকে ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মিটিং করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২১ মিনিট আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
৪৩ মিনিট আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
১ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২ ঘণ্টা আগে