নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাসকিন আহমেদের অফ স্ট্যাম্পের অনেক বাইরে পড়া বলটা যেভাবে ইনসুইং করে লেগ স্ট্যাম্পের ওপর দিয়ে ছোঁ মেরে গেল, ওই ডেলিভারিতেই হয়তো লেখা হয়ে যায় এইডেন মার্কারামের ‘মরণ’। মার্কারাম সেই বলে এতটাই বিধ্বস্ত হয়েছিলেন, হাত থেকে ছুড়ে যায় ব্যাটও। পরের বলেই সেই অস্বস্তির মূল্য চুকালেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। আরেকটি ইনসুইংঙ্গারে খোঁচা মেরে ক্যাচ তুলে দিলেন স্লিপে।
তাসকিনের শৌর্যের সবচেয়ে বড় উদাহরণ যেন এই উইকেট। স্কোরবোর্ডে ৮৪ রান নিয়েও বাংলাদেশ পেসার যে লড়াইটা দেখালেন দিন শেষে হয়তো অনেকেরই আফসোস ঝরছিল–ইস রানটা যদি আরও একটু বড় হতো। শুধু তাসকিন নন, দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান, শরীফুল ইসলামরাও। কিন্তু এত কম রান করে যে দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে জেতা যায় না। বাংলাদেশের এবারের হার ৬ উইকেটে।
৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা যেন বাংলাদেশ ইনিংসের হাইলাইটস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা তাসকিন তাঁর পারফরম্যান্স ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। মার্কারামকে শূন্য রানে ফেরার আগে ২৬ বছর বয়সী পেসার প্রথম ওভারেই এলভিডব্লুর ফাঁদে ফেলেছেন রিজা হেনড্রিকসকেও। আরও একবার বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কতটা ভয়ংকর সেটি দেখালেন মেহেদী হাসান। ডি কককে বোল্ড করেন এই অফ স্পিনার। তাসকিন–মেহেদী–শরীফুলদের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩৩ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারের মধ্যে তাসকিন–শরীফুলদের বোলিং কোটা শেষ হওয়ার অন্য বোলাররা পারেননি টেম্ভা বাভুমা ও ফন ডার ডোসেনের সামনে আতঙ্ক হতে। জয় থেকে পাঁচ রান দূরে থাকতে ডোসেনকে ফিরলেও তাই সমস্যা হয়নি। মিলারকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জয়ের বাকি কাজটা সারেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে এবারের বিশ্বকাপের সবচেয়ে বাজে ব্যাটিং উপহার দেয় বাংলাদেশ। পুরো ইনিংসে তিনটা চার ও একটি ছক্কা। দুই অঙ্কও পেরোতে পারেননি আট ব্যাটার। এক শর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মাত্র একজন ব্যাটার। ৫৯ বলে কোনো রানই করতে পারেননি ব্যাটাররা। ফলাফল ১৮.২ ওভারে ৮৪ রানেই অলআউট বাংলাদেশ। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে একটা সময় বিশ্বকাপের সর্বনিম্ন রানের রেকর্ডটাও উঁকি দিচ্ছিল বাংলাদেশের সামনে। অবশ্য লিটন দাসের ২৪ ও মেহেদী হাসানের ২৭ রানের কল্যাণে সেই লজ্জার রেকর্ড হয়নি।
এই প্রথম টি–২০ বিশ্বকাপে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। চোটে পড়ায় বিশ্বকাপই শেষ হয়ে গেছে বাঁহাতি অলরাউন্ডারের। তাঁর জায়গায় আজ বাংলাদেশ শামীমকে খেলিয়েছে। সুপার টুয়েলভে ছন্নছাড়া বোলিং করা মোস্তাফিজকে একাদশের বাইরে রাখার সাহসও দেখিয়েছে বাংলাদেশ। বাঁহাতি পেসারের জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।
এত এত পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ শুধু পারল না নিজেদের ব্যাটিংটা পরিবর্তন করতে। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের দিনও তাই বাংলাদেশের ভাগ্যে লেখা থাকল–পরাজয়।

তাসকিন আহমেদের অফ স্ট্যাম্পের অনেক বাইরে পড়া বলটা যেভাবে ইনসুইং করে লেগ স্ট্যাম্পের ওপর দিয়ে ছোঁ মেরে গেল, ওই ডেলিভারিতেই হয়তো লেখা হয়ে যায় এইডেন মার্কারামের ‘মরণ’। মার্কারাম সেই বলে এতটাই বিধ্বস্ত হয়েছিলেন, হাত থেকে ছুড়ে যায় ব্যাটও। পরের বলেই সেই অস্বস্তির মূল্য চুকালেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। আরেকটি ইনসুইংঙ্গারে খোঁচা মেরে ক্যাচ তুলে দিলেন স্লিপে।
তাসকিনের শৌর্যের সবচেয়ে বড় উদাহরণ যেন এই উইকেট। স্কোরবোর্ডে ৮৪ রান নিয়েও বাংলাদেশ পেসার যে লড়াইটা দেখালেন দিন শেষে হয়তো অনেকেরই আফসোস ঝরছিল–ইস রানটা যদি আরও একটু বড় হতো। শুধু তাসকিন নন, দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান, শরীফুল ইসলামরাও। কিন্তু এত কম রান করে যে দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে জেতা যায় না। বাংলাদেশের এবারের হার ৬ উইকেটে।
৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা যেন বাংলাদেশ ইনিংসের হাইলাইটস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা তাসকিন তাঁর পারফরম্যান্স ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। মার্কারামকে শূন্য রানে ফেরার আগে ২৬ বছর বয়সী পেসার প্রথম ওভারেই এলভিডব্লুর ফাঁদে ফেলেছেন রিজা হেনড্রিকসকেও। আরও একবার বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কতটা ভয়ংকর সেটি দেখালেন মেহেদী হাসান। ডি কককে বোল্ড করেন এই অফ স্পিনার। তাসকিন–মেহেদী–শরীফুলদের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩৩ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারের মধ্যে তাসকিন–শরীফুলদের বোলিং কোটা শেষ হওয়ার অন্য বোলাররা পারেননি টেম্ভা বাভুমা ও ফন ডার ডোসেনের সামনে আতঙ্ক হতে। জয় থেকে পাঁচ রান দূরে থাকতে ডোসেনকে ফিরলেও তাই সমস্যা হয়নি। মিলারকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জয়ের বাকি কাজটা সারেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে এবারের বিশ্বকাপের সবচেয়ে বাজে ব্যাটিং উপহার দেয় বাংলাদেশ। পুরো ইনিংসে তিনটা চার ও একটি ছক্কা। দুই অঙ্কও পেরোতে পারেননি আট ব্যাটার। এক শর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মাত্র একজন ব্যাটার। ৫৯ বলে কোনো রানই করতে পারেননি ব্যাটাররা। ফলাফল ১৮.২ ওভারে ৮৪ রানেই অলআউট বাংলাদেশ। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে একটা সময় বিশ্বকাপের সর্বনিম্ন রানের রেকর্ডটাও উঁকি দিচ্ছিল বাংলাদেশের সামনে। অবশ্য লিটন দাসের ২৪ ও মেহেদী হাসানের ২৭ রানের কল্যাণে সেই লজ্জার রেকর্ড হয়নি।
এই প্রথম টি–২০ বিশ্বকাপে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। চোটে পড়ায় বিশ্বকাপই শেষ হয়ে গেছে বাঁহাতি অলরাউন্ডারের। তাঁর জায়গায় আজ বাংলাদেশ শামীমকে খেলিয়েছে। সুপার টুয়েলভে ছন্নছাড়া বোলিং করা মোস্তাফিজকে একাদশের বাইরে রাখার সাহসও দেখিয়েছে বাংলাদেশ। বাঁহাতি পেসারের জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।
এত এত পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ শুধু পারল না নিজেদের ব্যাটিংটা পরিবর্তন করতে। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের দিনও তাই বাংলাদেশের ভাগ্যে লেখা থাকল–পরাজয়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
১ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে