
প্রথম দিন শান মাসুদ-আবদুল্লাহ শফিকের পর আজ দ্বিতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন আগা সালমান। ছন্দে থাকা সৌদ শাকিলও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে আশির ঘরে ফিরতে হয় তাঁকে।
তারপরও তিন সেঞ্চুরি, এক ফিফটি ও লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ইনিংস ঘোষণা দিয়ে বিপদে পড়েছিল তারা। এবার আর সেই ভুল করেননি শান মাসুদরা। ব্যাটিং করেছেন তাঁরা শেষ উইকেট পর্যন্ত।
তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারীরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর তোপেরমুখে ফেরেন অধিনায়ক অলি পোপ (০)। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রাউলি ও জো রুট বাকি সময় কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৫৪ বলে ৩২ রানে রুট অপরাজিত থাকলেও ওয়ানডের ধরনে ব্যাট চালিয়ে ছুটে চলেছেন ক্রাউলি। ৬৪ বলে ৬৪ রানে অপরাজিত এই তরুণ ব্যাটার।
তার আগে ৪ উইকেটে ৩২৮ রান থেকে আজ আবারও দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। পঞ্চম উইকেটে নাইটওয়াচম্যান নাসিম শাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন শাকিল। ৮১ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন নাসিম। তারপর দ্রুত ফেরেন রিজওয়ান (০)। সেঞ্চুরির আশা জাগিয়েও দলীয় ৪৫০ রানে বশিরের শিকার হন শাকিল (৮২)।
৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে সালমান তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬ রান আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে। এক এক করে সবাই ফিরলেও ১১৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি করল পাকিস্তান। ১৯৭১, ১৯৮৭ ও ২০২২ সালের পর আরও একবার একই কাজ করল তারা। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩ টি, গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।

প্রথম দিন শান মাসুদ-আবদুল্লাহ শফিকের পর আজ দ্বিতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন আগা সালমান। ছন্দে থাকা সৌদ শাকিলও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে আশির ঘরে ফিরতে হয় তাঁকে।
তারপরও তিন সেঞ্চুরি, এক ফিফটি ও লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ইনিংস ঘোষণা দিয়ে বিপদে পড়েছিল তারা। এবার আর সেই ভুল করেননি শান মাসুদরা। ব্যাটিং করেছেন তাঁরা শেষ উইকেট পর্যন্ত।
তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারীরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর তোপেরমুখে ফেরেন অধিনায়ক অলি পোপ (০)। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রাউলি ও জো রুট বাকি সময় কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৫৪ বলে ৩২ রানে রুট অপরাজিত থাকলেও ওয়ানডের ধরনে ব্যাট চালিয়ে ছুটে চলেছেন ক্রাউলি। ৬৪ বলে ৬৪ রানে অপরাজিত এই তরুণ ব্যাটার।
তার আগে ৪ উইকেটে ৩২৮ রান থেকে আজ আবারও দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। পঞ্চম উইকেটে নাইটওয়াচম্যান নাসিম শাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন শাকিল। ৮১ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন নাসিম। তারপর দ্রুত ফেরেন রিজওয়ান (০)। সেঞ্চুরির আশা জাগিয়েও দলীয় ৪৫০ রানে বশিরের শিকার হন শাকিল (৮২)।
৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে সালমান তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬ রান আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে। এক এক করে সবাই ফিরলেও ১১৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি করল পাকিস্তান। ১৯৭১, ১৯৮৭ ও ২০২২ সালের পর আরও একবার একই কাজ করল তারা। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩ টি, গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে