Ajker Patrika

বিয়ে করতে ৮ হাজার কিলোমিটার পাড়ি দেবেন ইংল্যান্ডের ক্রিকেটার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৮
বিয়ে করতে ৮ হাজার কিলোমিটার পাড়ি দেবেন ইংল্যান্ডের ক্রিকেটার

এমন মধুর সমস্যায় অনেক খেলোয়াড়ই যে পড়ে থাকেন। খেলার মাঝেই বিয়ের অনুষ্ঠান ইংল্যান্ডের পেসার ওলি স্টোনের। সেটাও সমস্যা হতো না। ঝামেলা বেঁধেছে অন্য জায়গায়। টেস্ট খেলবেন পাকিস্তানে। সেই ম্যাচ শেষ করতে না করতেই সুদূর ইংল্যান্ডে বিয়ের জন্য উড়াল দেবেন স্টোন। 

বাগদত্তা জেসের সঙ্গে স্টোনের বিয়ের অনুষ্ঠান ১২ অক্টোবর। এর আগেই মুলতানে শেষ হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্ট চলবে ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। যদি পাঁচ দিনের আগে খেলা শেষ হয়ে যায়, তাহলে স্টোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তেমন একটা সমস্যা হবে না। কারণ ইংল্যান্ডের পেসারকে পাড়ি দিতে হবে ৫ হাজার মাইল দূরত্ব। কিলোমিটারের হিসেবে সেটা ৮ হাজার ৪৭। ইস্ট অব ইংল্যান্ডের নরফোকে তাঁর (স্টোন) বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ইংল্যান্ডের পেসার বলেন, ‘ব্যাপারটা একটু পাগলাটে। দারুণ সমস্যাও বটে।’ 

ব্যস্ত সূচির কারণে স্টোন চাইলে বিয়ের সময় পিছিয়ে দিতে পারতেন। তাঁর (স্টোন) বাগদত্তা জেসেও ব্যাপারটা তাঁকে বলেছিলেন। তবে ইংল্যান্ড পেসারের চিন্তা-ভাবনা যে অন্যরকম। বিবিসি স্পোর্টসকে স্টোন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের জন্য যখন ইংল্যান্ড দলে ডাক পেলাম, তখন জেস আর আমি চিন্তা করছিলাম পাকিস্তান সিরিজেও দলে থাকলে কী হবে! জেস বলছিল, বিয়েটা সে পিছিয়ে দিতে রাজি। তবে আমার মনে হয়েছিল, সব ঠিকঠাক রেখে এগোনো যায় কি না। আমার জন্য সে যে ত্যাগ স্বীকার করেছে, তখন মনে হলো কিছু একটা করা যায় কি না।’ 

খেলা-বিয়ে-খেলা—স্টোন যে এমন কিছু করতে চাইছেন, সেটা আগেই জানিয়ে রেখেছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। এ কারণে তাঁর কোনো সমস্যা হবে না। কারণ প্রথম টেস্টের পর বিয়ে করবেন। শুভ কাজ সেরে দ্বিতীয় টেস্টের আগেই দলে যোগ দেবেন। মুলতানে ১৫ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। 

সিরিজের প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড এখনো একাদশ ঘোষণা করেনি। যদি একাদশে সুযোগ না পান, তবু পঞ্চম দিন পর্যন্ত দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন স্টোন। ইংল্যান্ড পেসার বলেন, ‘ম্যাচ পঞ্চম দিনের শেষ বল পর্যন্ত গেলেও দলের সঙ্গে থাকছি। জানি যে পরদিন কিছুটা ক্লান্তি কাজ করবে। তবে সেটা তো ভালোই। যখন তাকে (জেসে) প্রস্তাব দিয়েছিলাম, তখন থেকে এ রকম কিছুরই অপেক্ষা করে আসছি।’

স্টোন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জেসকে বিয়ের প্রস্তাব দেন ২০২৩-এর গ্রীষ্মে। তখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন, যেখানে সর্বশেষটি খেলেছিলেন ২০২১ সালে। ইংল্যান্ড দল নিয়ে তখন হয়তো তেমন চিন্তাভঅব তবে সময়ের ব্যবধানে কত কিছুই না বদলে যায়। ২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ ম্যাচ খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন ৫ ও ৯ ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১ ম্যাচ। এ বছর খেলেছেন ২ টেস্ট ও ১ ওয়ানডে। ওয়ানডেটা খেলেছেন ২১ সেপ্টেম্বর লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত