ক্রীড়া ডেস্ক

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।
দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।
দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।
চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।
দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।
দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।
চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে