
পর্নোগ্রাফিতে কাজ করার পাশাপাশি নিয়মিত খেলার খোঁজখবর রাখেন কেন্ড্রা লাস্ট। যুক্তরাষ্ট্রের এই পর্নো তারকা কখনো কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজের সুস্থতা কামনা করে পোস্ট দেন, কখনো কুস্তিগির মাইক পেরিকে আর্থিক সহায়তার প্রস্তাব দেন। এবার ক্রিকেটার মোহাম্মদ শামির বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের হয়ে খেলছেন শামি। পরশু রাতে ৩১ বছর বয়সী ফাস্ট বোলারের তোপে আরেক দল নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিতেছে গুজরাট।
২৫ রানে ৩ উইকেট পাওয়া শামি ম্যাচসেরাও হয়েছেন। নতুন বলে তাঁর সামনে কুইন্টন ডি কক-লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা খাবি খেয়েছেন। ধারাভাষ্যকারদের কণ্ঠে তখনই শামির বোলিংয়ের মুগ্ধতা ছড়িয়েছে।
পরে কেন্ড্রা লাস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে শামিকে নিয়ে পোস্ট করেছেন। নিজেকে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক দাবি করা কেন্ড্রা লিখেছেন, ‘পরম বিস্ময়কর পারফরম্যান্স মোহাম্মদ শামি।’ লেখাটির শেষে ভালোবাসা ও করতালির ইমোজিও দিয়েছেন ৪৩ বছর বয়সী মার্কিনি।
ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত আউট সুইংয়ে লক্ষ্ণৌ অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ রাহুলকে ফেরান শামি। দ্বিতীয় ওভারে করেন স্বপ্নের এক ডেলিভারি। ডি ককের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল ঢুকে মিডল স্টাম্পে আছড়ে পড়ে। ঠিক ৬ বল পরেই ইন সুইংয়ে বোল্ড করেন মনিশ পান্ডেকে। অফ স্টাম্পের একটু বাইরে বল পড়ে ভেতরে ঢোকে। তাতেই পরাস্ত হন মনিশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজার এক কথা ফাঁস করেন শামি। জানান, যখন তিন ওভারে তিন উইকেট নিয়েছিলেন, তখন তাঁর বোলিং কোটা শেষ করতে চেয়েছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শামি তখন বলেছিলেন, ‘হার্দিক আমার থেকে জানতে চেয়েছিল, আমি টানা ওভার বোলিং করব কি না। ওকে বলেছিলাম, শান্ত হও। আপাতত তিন ওভারই যথেষ্ট। এটা অনেক বড় ম্যাচ।’

পর্নোগ্রাফিতে কাজ করার পাশাপাশি নিয়মিত খেলার খোঁজখবর রাখেন কেন্ড্রা লাস্ট। যুক্তরাষ্ট্রের এই পর্নো তারকা কখনো কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজের সুস্থতা কামনা করে পোস্ট দেন, কখনো কুস্তিগির মাইক পেরিকে আর্থিক সহায়তার প্রস্তাব দেন। এবার ক্রিকেটার মোহাম্মদ শামির বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের হয়ে খেলছেন শামি। পরশু রাতে ৩১ বছর বয়সী ফাস্ট বোলারের তোপে আরেক দল নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিতেছে গুজরাট।
২৫ রানে ৩ উইকেট পাওয়া শামি ম্যাচসেরাও হয়েছেন। নতুন বলে তাঁর সামনে কুইন্টন ডি কক-লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা খাবি খেয়েছেন। ধারাভাষ্যকারদের কণ্ঠে তখনই শামির বোলিংয়ের মুগ্ধতা ছড়িয়েছে।
পরে কেন্ড্রা লাস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে শামিকে নিয়ে পোস্ট করেছেন। নিজেকে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক দাবি করা কেন্ড্রা লিখেছেন, ‘পরম বিস্ময়কর পারফরম্যান্স মোহাম্মদ শামি।’ লেখাটির শেষে ভালোবাসা ও করতালির ইমোজিও দিয়েছেন ৪৩ বছর বয়সী মার্কিনি।
ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত আউট সুইংয়ে লক্ষ্ণৌ অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ রাহুলকে ফেরান শামি। দ্বিতীয় ওভারে করেন স্বপ্নের এক ডেলিভারি। ডি ককের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল ঢুকে মিডল স্টাম্পে আছড়ে পড়ে। ঠিক ৬ বল পরেই ইন সুইংয়ে বোল্ড করেন মনিশ পান্ডেকে। অফ স্টাম্পের একটু বাইরে বল পড়ে ভেতরে ঢোকে। তাতেই পরাস্ত হন মনিশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজার এক কথা ফাঁস করেন শামি। জানান, যখন তিন ওভারে তিন উইকেট নিয়েছিলেন, তখন তাঁর বোলিং কোটা শেষ করতে চেয়েছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শামি তখন বলেছিলেন, ‘হার্দিক আমার থেকে জানতে চেয়েছিল, আমি টানা ওভার বোলিং করব কি না। ওকে বলেছিলাম, শান্ত হও। আপাতত তিন ওভারই যথেষ্ট। এটা অনেক বড় ম্যাচ।’

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
১ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে