
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে যেন একটু চাপেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে একটি সংগঠন। তবে যত যা-ই হোক, ভেন্যু বদলাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কানপুর টেস্ট আয়োজন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ‘ইন্ডিয়া টুডে’ নামে ভারতের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে আশ্বস্ত হওয়া গেছে। সংবাদমাধ্যমটিতে বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন যে কানপুরে সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কানপুর থেকে ম্যাচ সরে যাবে কি না, সে প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী ম্যাচ চালানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি। স্টেডিয়াম প্রস্তুত দুই দলের ম্যাচ আয়োজন করতে।’
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
কানপুরেও যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে যেন একটু চাপেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে একটি সংগঠন। তবে যত যা-ই হোক, ভেন্যু বদলাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কানপুর টেস্ট আয়োজন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ‘ইন্ডিয়া টুডে’ নামে ভারতের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে আশ্বস্ত হওয়া গেছে। সংবাদমাধ্যমটিতে বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন যে কানপুরে সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কানপুর থেকে ম্যাচ সরে যাবে কি না, সে প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী ম্যাচ চালানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি। স্টেডিয়াম প্রস্তুত দুই দলের ম্যাচ আয়োজন করতে।’
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
কানপুরেও যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে