নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি বাজেভাবে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৬০ রানে অলআউট হয়েছে টম ল্যাথামের দল। কঠিন পরিস্থিতিতে পড়ে শিক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছেন কিউইদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।
ধীর গতির উইকেটে খেলতে হবে এমন প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচেই এমন পরিস্থিতি পড়তে হবে তা হয়তো ভাবনাতে ছিল না নিউজিল্যান্ডের। সব ধরনের প্রস্তুতি নিয়ে এলেও মাঠে না নামা পর্যন্ত কোনো কিছুই বোঝা যায় না বলে জানালেন এজাজ। বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়েছি। গত কিছুদিন ধরেই এমন পরিস্থিতিতে অনুশীলন করেছিলাম। মাঠে কী ঘটবে, না নামা পর্যন্ত কিছুই বলা যায় না। আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে।’
এজাজ বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও কথা বলেছেন। উপমহাদেশে কীভাবে বোলিং করতে হয় সেই অভিজ্ঞতার কথাও শুনেছেন। বাঁহাতি স্পিনাররা কীভাবে ভালো করতে পারেন, সেই ধারণাও হেরাথের কাছ থেকে নিয়েছেন বলে জানালেন এজাজ। বলেছেন, ‘সে (হেরাথ) বিশ্ব জুড়ে প্রচুর ক্রিকেট খেলেছে। একজন বাঁহাতি স্পিনার হিসেবে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কীভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। এটা খুবই দারুণ যে, আমি তার সঙ্গে কথা বলেছি। এসব কন্ডিশনে এটা আমাকে আরও ভালো করতে সাহায্য করবে।’
বাংলাদেশের সাবেক স্পিন ও স্বদেশি ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন ইজাজ। বলেছেন, ‘আজ আমি ড্যানের (ড্যানিয়েল ভেট্টোরি) সঙ্গে কথা বলেছি। বাংলাদেশে তার অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করেছি। ভালো করার ব্যাপারে আশাবাদী।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি বাজেভাবে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৬০ রানে অলআউট হয়েছে টম ল্যাথামের দল। কঠিন পরিস্থিতিতে পড়ে শিক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছেন কিউইদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।
ধীর গতির উইকেটে খেলতে হবে এমন প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচেই এমন পরিস্থিতি পড়তে হবে তা হয়তো ভাবনাতে ছিল না নিউজিল্যান্ডের। সব ধরনের প্রস্তুতি নিয়ে এলেও মাঠে না নামা পর্যন্ত কোনো কিছুই বোঝা যায় না বলে জানালেন এজাজ। বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়েছি। গত কিছুদিন ধরেই এমন পরিস্থিতিতে অনুশীলন করেছিলাম। মাঠে কী ঘটবে, না নামা পর্যন্ত কিছুই বলা যায় না। আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে।’
এজাজ বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও কথা বলেছেন। উপমহাদেশে কীভাবে বোলিং করতে হয় সেই অভিজ্ঞতার কথাও শুনেছেন। বাঁহাতি স্পিনাররা কীভাবে ভালো করতে পারেন, সেই ধারণাও হেরাথের কাছ থেকে নিয়েছেন বলে জানালেন এজাজ। বলেছেন, ‘সে (হেরাথ) বিশ্ব জুড়ে প্রচুর ক্রিকেট খেলেছে। একজন বাঁহাতি স্পিনার হিসেবে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কীভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। এটা খুবই দারুণ যে, আমি তার সঙ্গে কথা বলেছি। এসব কন্ডিশনে এটা আমাকে আরও ভালো করতে সাহায্য করবে।’
বাংলাদেশের সাবেক স্পিন ও স্বদেশি ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন ইজাজ। বলেছেন, ‘আজ আমি ড্যানের (ড্যানিয়েল ভেট্টোরি) সঙ্গে কথা বলেছি। বাংলাদেশে তার অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করেছি। ভালো করার ব্যাপারে আশাবাদী।’

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১১ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে