ক্রীড়া ডেস্ক

এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।

এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১২ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১২ ঘণ্টা আগে