ক্রীড়া ডেস্ক

এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।

এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২ ঘণ্টা আগে