ক্রীড়া ডেস্ক

এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।

এক ইনিংসে দুই হ্যাটট্রিক ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে দীর্ঘ ৮ বছর পর দেখা গেল এমন বিরল ঘটনা। শুধু তাই নয়, দুটি হ্যাটট্রিক হয়েছে পরপর দুই ওভারে।
টানা দুই ওভারে দুই হ্যাটট্রিকের বিরল কীর্তিটা গড়েছেন করেছেন কিশোর কুমার সাধক নামের এক স্পিনার। ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব হয়ে তিনি করেন এই কীর্তি। কদিন আগে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে তিনি হ্যাটট্রিকটা করেছেন কেসগ্রেভের বিপক্ষে। ২১ রানে ৬ উইকেট নেন কিশোর। তাঁর বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই হয়েছেন বোল্ড। ক্যাচ আউট হয়েছেন এক ব্যাটার। যেখানে তাঁর ৬ উইকেটের মধ্যে পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
কিশোরের রেকর্ডটা কবে হয়েছে,সেটা এখনো জানা যায়নি। তবে ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব গতকাল নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এসেক্স বোলিং অনার্স বোর্ডে নাম থাকা ক্রিকেটারদের তালিকা দেখানো হয়েছে। এই তালিকায় দেখা গেছে কিশোরের নাম। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বিবিসি এসেক্সকে বলেন, ‘শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর মনে হয়েছে আমি আকাশে উড়ছি। এটা অসাধারণ অনুভূতি। অনেক ফোন এসেছিল ম্যাচের পর।’
কিশোর যে লিগে খেলেন, সেটা প্রথম শ্রেণির নয়। এই ম্যাচেই তিনি দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে নাম লেখালেন রেকর্ড বইয়ে। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ১১৯ রান থেকে কেসগ্রেভ অলআউট হয়েছে ১৩৮ রানে। কিশোরের ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ম্যাচটি জিতেছে ৭ উইকেটে।
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আট বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৭ সালে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে করেছিলেন এমন কীর্তি। সেবার তিনি খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। ১১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিটা এখনো তাঁর নামেই রয়েছে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে