ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শুরু করেছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু হঠাৎ করেই সাকিবের ছন্দপতন। টানা দুই ম্যাচে তিনি যেমন বাজে খেলেছেন, দলেরও হচ্ছে ভরাডুবি।
১০ জুলাই জিএসএলে অভিষেক ম্যাচেই ৫৮ রান করেছিলেন সাকিব। পরের দুই ম্যাচে তাঁকে আর সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। শেষ দুই ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। যার মধ্যে আজ ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে করেছেন ৪ রান। দুবাই ম্যাচটি হেরেছে ৫৭ রানে।
১৩৯ রানের লক্ষ্যে নেমে রানরেট বজায় রেখে যেমন এগোতে থাকে দুবাই। একই সঙ্গে তারা উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। একটা পর্যায়ে দুবাইয়ের স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ৪ উইকেটে ৪২ রান। যেখানে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাকিবকে (৪) বোল্ড করেন মঈন আলী। পরবর্তীতে আর ঘুরেই দাঁড়াতে পারেনি দুবাই। ৩৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় দলটি। দুবাইয়ের ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন নিরোশান ডিকভেলা। ১৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
গায়ানার ইমরান তাহির নিয়েছেন ৪ উইকেট। ৩.৪ ওভারে খরচ করেন ১২ রান। তবে ম্যাচসেরার পুরস্কার তিনি পাননি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গায়ানা অলরাউন্ডার মঈন। ৩৮ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৪০ রান। বোলিংয়ে ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ১ উইকেট। দিয়েছেন এক ওভার মেডেন।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৩৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন মঈন। দুবাইয়ের কালিম সানা নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। সাকিব ৪ ওভারে ২১ রান দিলেও কোনো উইকেট পাননি।
গায়ানায় শুক্রবার রাতে হোবার্ট হারিকেন্সের কাছে ৭ উইকেটে হেরেছিল দুবাই ক্যাপিটালস। দুবাইয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারেই জয় তুলে নিয়েছে। আজ ভোরে এটার চেয়েও কম লক্ষ্য পেয়ে জিততে তো পারল না দুবাই। আর প্রথম ম্যাচে ৫৮ রানের পর ৭ ও ৪ রান করেছেন সাকিব। নিজের সবশেষ দুই ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। দুবাই ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে। পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে থাকা সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এখনো পর্যন্ত ২ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি।

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শুরু করেছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু হঠাৎ করেই সাকিবের ছন্দপতন। টানা দুই ম্যাচে তিনি যেমন বাজে খেলেছেন, দলেরও হচ্ছে ভরাডুবি।
১০ জুলাই জিএসএলে অভিষেক ম্যাচেই ৫৮ রান করেছিলেন সাকিব। পরের দুই ম্যাচে তাঁকে আর সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। শেষ দুই ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। যার মধ্যে আজ ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে করেছেন ৪ রান। দুবাই ম্যাচটি হেরেছে ৫৭ রানে।
১৩৯ রানের লক্ষ্যে নেমে রানরেট বজায় রেখে যেমন এগোতে থাকে দুবাই। একই সঙ্গে তারা উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। একটা পর্যায়ে দুবাইয়ের স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ৪ উইকেটে ৪২ রান। যেখানে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাকিবকে (৪) বোল্ড করেন মঈন আলী। পরবর্তীতে আর ঘুরেই দাঁড়াতে পারেনি দুবাই। ৩৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় দলটি। দুবাইয়ের ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন নিরোশান ডিকভেলা। ১৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
গায়ানার ইমরান তাহির নিয়েছেন ৪ উইকেট। ৩.৪ ওভারে খরচ করেন ১২ রান। তবে ম্যাচসেরার পুরস্কার তিনি পাননি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গায়ানা অলরাউন্ডার মঈন। ৩৮ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৪০ রান। বোলিংয়ে ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ১ উইকেট। দিয়েছেন এক ওভার মেডেন।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৩৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন মঈন। দুবাইয়ের কালিম সানা নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। সাকিব ৪ ওভারে ২১ রান দিলেও কোনো উইকেট পাননি।
গায়ানায় শুক্রবার রাতে হোবার্ট হারিকেন্সের কাছে ৭ উইকেটে হেরেছিল দুবাই ক্যাপিটালস। দুবাইয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারেই জয় তুলে নিয়েছে। আজ ভোরে এটার চেয়েও কম লক্ষ্য পেয়ে জিততে তো পারল না দুবাই। আর প্রথম ম্যাচে ৫৮ রানের পর ৭ ও ৪ রান করেছেন সাকিব। নিজের সবশেষ দুই ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। দুবাই ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে। পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে থাকা সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এখনো পর্যন্ত ২ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে