
২০২৫ আইপিএল শুরু হতে না হতেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখা যাচ্ছে পরিবর্তন। দলগুলোর কোচিং প্যানেলে রদবদল চলছে নিয়মিত। সেখানে ডেল স্টেইন নতুন মৌসুমের আগে আইপিএল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা গতকাল মধ্যরাতে দিয়েছেন স্টেইন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে অসংখ্য ধন্যবাদ। আইপিএলে কয়েক বছর বোলিং কোচ হিসেবে কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে ২০২৫ আইপিএলে আর ফেরা হচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ করব।’
সানরাইজার্স ইস্টার্ন কেপে কোন দায়িত্ব পালন করতে স্টেইন যাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এই দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে দুটিতেই শিরোপা ঘরে তুলেছে ইস্টার্ন কেপ। টুর্নামেন্টে এবার দলটিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করার লক্ষ্য স্টেইনের, ‘এসএ টোয়েন্টিতে দুই বার চ্যাম্পিয়ন। এখন টানা তিন বার চ্যাম্পিয়ন করার লক্ষ্য।’
২০২২ আইপিএলের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়েছিল। টম মুডি হায়দরাবাদের টিম ডিরেক্টর থেকে প্রধান কোচ হয়ে গিয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ব্রায়ান লারাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর,ব্যাটিং কোচ-দুটি দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই বোলিং কোচে নিয়োগ পেয়েছিলেন স্টেইন।
২০২৩ সালে টম মুডির পরিবর্তে হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব নেন লারা। ঠিক সেটার এক বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে যান স্টেইন। ২০২৪ আইপিএলে স্টেইনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করেন জেমস ফ্র্যাংকলিন। এই আইপিএলের ফাইনালে ওঠে হায়দরাবাদ। তবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এ বছরের ২৬ মে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এটা কলকাতার তৃতীয় শিরোপা। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতার ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা।

২০২৫ আইপিএল শুরু হতে না হতেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখা যাচ্ছে পরিবর্তন। দলগুলোর কোচিং প্যানেলে রদবদল চলছে নিয়মিত। সেখানে ডেল স্টেইন নতুন মৌসুমের আগে আইপিএল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা গতকাল মধ্যরাতে দিয়েছেন স্টেইন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে অসংখ্য ধন্যবাদ। আইপিএলে কয়েক বছর বোলিং কোচ হিসেবে কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে ২০২৫ আইপিএলে আর ফেরা হচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ করব।’
সানরাইজার্স ইস্টার্ন কেপে কোন দায়িত্ব পালন করতে স্টেইন যাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এই দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে দুটিতেই শিরোপা ঘরে তুলেছে ইস্টার্ন কেপ। টুর্নামেন্টে এবার দলটিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করার লক্ষ্য স্টেইনের, ‘এসএ টোয়েন্টিতে দুই বার চ্যাম্পিয়ন। এখন টানা তিন বার চ্যাম্পিয়ন করার লক্ষ্য।’
২০২২ আইপিএলের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়েছিল। টম মুডি হায়দরাবাদের টিম ডিরেক্টর থেকে প্রধান কোচ হয়ে গিয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ব্রায়ান লারাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর,ব্যাটিং কোচ-দুটি দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই বোলিং কোচে নিয়োগ পেয়েছিলেন স্টেইন।
২০২৩ সালে টম মুডির পরিবর্তে হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব নেন লারা। ঠিক সেটার এক বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে যান স্টেইন। ২০২৪ আইপিএলে স্টেইনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করেন জেমস ফ্র্যাংকলিন। এই আইপিএলের ফাইনালে ওঠে হায়দরাবাদ। তবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এ বছরের ২৬ মে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এটা কলকাতার তৃতীয় শিরোপা। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতার ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৩ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে