নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। পাঁচ মাসের কিছু বেশি সময় বাকি আছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। যদিও এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়নি। সূচিটা আগেভাগে ঘোষণা করা হলে স্বচ্ছতা পাওয়া যেতে পারে বলে মনে করেন চণ্ডিকা হাথুরুসিংহে।
আজ সিলেটে বাংলাদেশ দলের তিন দিনের রুদ্ধশ্বাস ক্যাম্পের শেষ দিন। অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন হাথুরুসিংহে। এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা না হওয়া সমস্যা কি না—এমন প্রশ্নে বাংলাদেশ দলের এই কোচ বলেন, ‘এটা শুধু আমাদের জন্য নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আমার মনে হয়, ভারত দ্রুতই (সূচি) ঘোষণা করবে। আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছতা পাওয়া যায়।’
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ভারত বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। যদিও এখনো আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা হয়নি। বিশ্বকাপ ছাড়াও দলের বিভিন্ন ইস্যুতে আজ কথা বলেছেন হাথুরুসিংহে। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতায় একটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে আগ্রাসী ক্রিকেটের স্রোত বইছে তৌহিদ হৃদয়দের মননে।
তবে হাথুরুসিংহে মনে করেন, আগ্রাসী ক্রিকেট মানে এই না যে সব সময় বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। তিনি বলেছেন, ‘আমাদের মানসিকতা সব সময় থাকবে ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে। ক্রিকেটারদেরও আমি এই কথা বলি সব সময়। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী মানসিকতা নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা। সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ডিং সাজানো কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদের এই স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। পাঁচ মাসের কিছু বেশি সময় বাকি আছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। যদিও এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়নি। সূচিটা আগেভাগে ঘোষণা করা হলে স্বচ্ছতা পাওয়া যেতে পারে বলে মনে করেন চণ্ডিকা হাথুরুসিংহে।
আজ সিলেটে বাংলাদেশ দলের তিন দিনের রুদ্ধশ্বাস ক্যাম্পের শেষ দিন। অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন হাথুরুসিংহে। এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা না হওয়া সমস্যা কি না—এমন প্রশ্নে বাংলাদেশ দলের এই কোচ বলেন, ‘এটা শুধু আমাদের জন্য নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আমার মনে হয়, ভারত দ্রুতই (সূচি) ঘোষণা করবে। আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছতা পাওয়া যায়।’
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ভারত বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। যদিও এখনো আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা হয়নি। বিশ্বকাপ ছাড়াও দলের বিভিন্ন ইস্যুতে আজ কথা বলেছেন হাথুরুসিংহে। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতায় একটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে আগ্রাসী ক্রিকেটের স্রোত বইছে তৌহিদ হৃদয়দের মননে।
তবে হাথুরুসিংহে মনে করেন, আগ্রাসী ক্রিকেট মানে এই না যে সব সময় বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। তিনি বলেছেন, ‘আমাদের মানসিকতা সব সময় থাকবে ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে। ক্রিকেটারদেরও আমি এই কথা বলি সব সময়। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী মানসিকতা নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা। সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ডিং সাজানো কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদের এই স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১০ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১১ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১২ ঘণ্টা আগে