নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ায় ওয়ানডে সংস্করণে বাংলাদেশ হয়ে পড়ে নেতৃত্বশূন্য। অবশেষে আজ এই সংস্করণে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান।
২০২৩ এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য আপাতত বাংলাদেশের অধিনায়ক থাকছেন সাকিব। গুলশানে নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সেটা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে আপৎকালীন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আর বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি-দুই সংস্করণে অধিনায়কত্ব তো তিনি করছেনই। তিন সংস্করণে সাকিব অধিনায়ক থাকবেন কি না, তা পরে জানা যাবে বলে জানিয়েছেন পাপন। যেখানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে সাকিব আছেন শ্রীলঙ্কায়। বিসিবি সভাপতি বলেন, ‘অধিনায়ক সাকিবই। এশিয়া কাপ ও বিশ্বকাপের দুটোই (আপাতত)। দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারটা পরে বলতে পারব। সাকিব এলে আলোচনা করলে বুঝতে পারব। তিনটা ফরম্যাট… (চাপ থাকবে)। এখন এটা নিয়ে কিছু বলতে পারব না।’
৩০ আগস্ট হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। আর এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করবেন নির্বাচকেরা। পাপন বলেছেন, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য আপাতত ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’
ওয়ানডেতে সর্বশেষ ২০১৭ সালে অধিনায়কত্ব করেছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে ৫০ ম্যাচ খেলে ২৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বেই বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছিল ও হেরেছিল বাংলাদেশ।

তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ায় ওয়ানডে সংস্করণে বাংলাদেশ হয়ে পড়ে নেতৃত্বশূন্য। অবশেষে আজ এই সংস্করণে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান।
২০২৩ এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য আপাতত বাংলাদেশের অধিনায়ক থাকছেন সাকিব। গুলশানে নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সেটা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে আপৎকালীন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আর বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি-দুই সংস্করণে অধিনায়কত্ব তো তিনি করছেনই। তিন সংস্করণে সাকিব অধিনায়ক থাকবেন কি না, তা পরে জানা যাবে বলে জানিয়েছেন পাপন। যেখানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে সাকিব আছেন শ্রীলঙ্কায়। বিসিবি সভাপতি বলেন, ‘অধিনায়ক সাকিবই। এশিয়া কাপ ও বিশ্বকাপের দুটোই (আপাতত)। দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারটা পরে বলতে পারব। সাকিব এলে আলোচনা করলে বুঝতে পারব। তিনটা ফরম্যাট… (চাপ থাকবে)। এখন এটা নিয়ে কিছু বলতে পারব না।’
৩০ আগস্ট হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। আর এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করবেন নির্বাচকেরা। পাপন বলেছেন, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য আপাতত ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’
ওয়ানডেতে সর্বশেষ ২০১৭ সালে অধিনায়কত্ব করেছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে ৫০ ম্যাচ খেলে ২৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বেই বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছিল ও হেরেছিল বাংলাদেশ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে