নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে