
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে