
এ বছর আইপিএল খেলতে গিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপটাই ঝুঁকিতে ফেলে দিয়েছেন কেইন উইলিয়ামসন। মারাত্মক চোটে পড়ায় বিশ্বকাপে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে বিশ্বকাপের আগে ফেরা তাড়াহুড়ো মনে করছেন তিনি।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে। অন্যদিকে চোটে পড়ায় অনেক দিন ব্যাটিং করা হচ্ছে না উইলিয়ামসনের। থ্রোয়ারদের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ উইলিয়ামসন খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। এরপরই আইপিএল খেলতে গিয়ে ক্রিকেট থেকে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ সিরিজে ফেরাটা কিউই এই ব্যাটারের কাছে একটু তাড়াতাড়িই মনে হচ্ছে। মাউন্ট মঙ্গানুইতে আজ সাংবাদিকদের উইলিয়ামসন বলেন, ‘এটা খুবই কঠিন। সেরে ওঠার ওপর অনেক কিছু নির্ভর করছে। নিজের স্ট্রেংথ, মুভমেন্ট, আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। তবে আসল কথা হচ্ছে সেরে ওঠা। তাই বাংলাদেশ সিরিজ একটু তাড়াহুড়ো হয়ে যায়।’
বিশ্বকাপে খেলতে এখনো আশাবাদী উইলিয়ামসন। সেটার জন্য সম্ভাব্য সব কিছুই করছেন তিনি। নিউজিল্যান্ডের এই ব্যাটার বলেন, ‘বিশ্বকাপে থাকা বিশেষ কিছু। এখনো অনেক কিছু করতে হবে। আমি সেগুলোই শুধু অনুসরণ করছি। নিউজিল্যান্ড ক্রিকেট, ফিজিও ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করছি। আপনার সামনে ভালো সময় আসবে।’
গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। এক ম্যাচেই হয়ে যায় এবারের আইপিএল। তখন শোনা গিয়েছিল, যদি নির্ধারিত সময়ের (বিশ্বকাপ) আগে সেরে উঠতে না পারেন, তাহলে তাঁকে বিশ্বকাপে মেন্টর হিসেবে নিয়ে যাওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। যদিও কিউই এই ব্যাটারকে তখন বিশ্বকাপ থেকে বাতিলের খাতায় ফেলে দেননি নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ বলেছিলেন, ‘দেখুন, এটা জানার সময় এখনও আসেনি। তার (উইলিয়ামসন) অপারেশন হয়েছে এবং এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সফল হয়েছে। পুনর্বাসনের প্রাথমিক অবস্থায় আছে সে।’ আইপিএল শেষে জুন মাসে বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছিলেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার তখন বলেন, ‘এখন প্রতি সপ্তাহ ধরে ধরে এগোচ্ছি। এর আগে এমন দীর্ঘমেয়াদী চোটে কখনো পড়িনি। তবে অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, এই যাত্রাটা একটু বড়।’

এ বছর আইপিএল খেলতে গিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপটাই ঝুঁকিতে ফেলে দিয়েছেন কেইন উইলিয়ামসন। মারাত্মক চোটে পড়ায় বিশ্বকাপে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে বিশ্বকাপের আগে ফেরা তাড়াহুড়ো মনে করছেন তিনি।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে। অন্যদিকে চোটে পড়ায় অনেক দিন ব্যাটিং করা হচ্ছে না উইলিয়ামসনের। থ্রোয়ারদের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ উইলিয়ামসন খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। এরপরই আইপিএল খেলতে গিয়ে ক্রিকেট থেকে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ সিরিজে ফেরাটা কিউই এই ব্যাটারের কাছে একটু তাড়াতাড়িই মনে হচ্ছে। মাউন্ট মঙ্গানুইতে আজ সাংবাদিকদের উইলিয়ামসন বলেন, ‘এটা খুবই কঠিন। সেরে ওঠার ওপর অনেক কিছু নির্ভর করছে। নিজের স্ট্রেংথ, মুভমেন্ট, আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। তবে আসল কথা হচ্ছে সেরে ওঠা। তাই বাংলাদেশ সিরিজ একটু তাড়াহুড়ো হয়ে যায়।’
বিশ্বকাপে খেলতে এখনো আশাবাদী উইলিয়ামসন। সেটার জন্য সম্ভাব্য সব কিছুই করছেন তিনি। নিউজিল্যান্ডের এই ব্যাটার বলেন, ‘বিশ্বকাপে থাকা বিশেষ কিছু। এখনো অনেক কিছু করতে হবে। আমি সেগুলোই শুধু অনুসরণ করছি। নিউজিল্যান্ড ক্রিকেট, ফিজিও ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করছি। আপনার সামনে ভালো সময় আসবে।’
গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। এক ম্যাচেই হয়ে যায় এবারের আইপিএল। তখন শোনা গিয়েছিল, যদি নির্ধারিত সময়ের (বিশ্বকাপ) আগে সেরে উঠতে না পারেন, তাহলে তাঁকে বিশ্বকাপে মেন্টর হিসেবে নিয়ে যাওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। যদিও কিউই এই ব্যাটারকে তখন বিশ্বকাপ থেকে বাতিলের খাতায় ফেলে দেননি নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ বলেছিলেন, ‘দেখুন, এটা জানার সময় এখনও আসেনি। তার (উইলিয়ামসন) অপারেশন হয়েছে এবং এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সফল হয়েছে। পুনর্বাসনের প্রাথমিক অবস্থায় আছে সে।’ আইপিএল শেষে জুন মাসে বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছিলেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার তখন বলেন, ‘এখন প্রতি সপ্তাহ ধরে ধরে এগোচ্ছি। এর আগে এমন দীর্ঘমেয়াদী চোটে কখনো পড়িনি। তবে অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, এই যাত্রাটা একটু বড়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে