
এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ সামনে রেখে আইসিসি ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকা বেশ জটিল হয়ে উঠেছে, যেখানে মধুর সমস্যায় পড়া আয়ারল্যান্ডের ভাগ্য বাংলাদেশ সিরিজের ওপর তো নির্ভর করছেই, একই সঙ্গে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’র সমীকরণ।
সুপার লিগের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। এই ৮ নম্বর স্থানে জায়গা করে নেওয়াটা আয়ারল্যান্ডের কাছে বিশাল চ্যালেঞ্জ। যেখানে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আয়ারল্যান্ড। আইরিশদের সুপার লিগের ম্যাচ বাকি আছে বাংলাদেশের বিপক্ষে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডে হওয়ার কথা তিন ম্যাচের বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করলে আইরিশদের পয়েন্ট হবে ৯৮।
বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েও অবশ্য নিশ্চিন্তে থাকার অবকাশ নেই আয়ারল্যান্ডের। আইরিশদের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ওপর। পয়েন্ট তালিকায় ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে লঙ্কানরা। আর ১৯ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে প্রোটিয়ারা, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা ‘ওয়াকওভার’ দিয়েছে। শ্রীলঙ্কার তিন ম্যাচ বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজ যদি শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জেতে, তাহলে লঙ্কানদের পয়েন্ট হবে ১০৭। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ওয়ানডে জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৯৮।
লঙ্কানরা যদি ১ ম্যাচ হেরে যায়, তাহলে আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো হবে। তখন যদি আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দুটি দলই ৯৮ পয়েন্ট পায়, তখন নেট রানরেটের হিসাব চলে আসবে, যেখানে প্রোটিয়াদের নেট রানরেট: শূন্য দশমিক ৪১০ এবং আইরিশদের শূন্য দশমিক ৩৮২। সেরা আটে না থাকা দলগুলোর জন্যও সুযোগ থাকছে। জিম্বাবুয়েতে জুন-জুলাইয়ে হতে যাওয়া কোয়ালিফায়ারই তখন হবে শেষ ভরসা। তবে আয়োজক ভারত এই সমীকরণের বাইরে। ভারতীয়রা সরাসরি খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ সামনে রেখে আইসিসি ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকা বেশ জটিল হয়ে উঠেছে, যেখানে মধুর সমস্যায় পড়া আয়ারল্যান্ডের ভাগ্য বাংলাদেশ সিরিজের ওপর তো নির্ভর করছেই, একই সঙ্গে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’র সমীকরণ।
সুপার লিগের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। এই ৮ নম্বর স্থানে জায়গা করে নেওয়াটা আয়ারল্যান্ডের কাছে বিশাল চ্যালেঞ্জ। যেখানে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আয়ারল্যান্ড। আইরিশদের সুপার লিগের ম্যাচ বাকি আছে বাংলাদেশের বিপক্ষে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডে হওয়ার কথা তিন ম্যাচের বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করলে আইরিশদের পয়েন্ট হবে ৯৮।
বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েও অবশ্য নিশ্চিন্তে থাকার অবকাশ নেই আয়ারল্যান্ডের। আইরিশদের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ওপর। পয়েন্ট তালিকায় ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে লঙ্কানরা। আর ১৯ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে প্রোটিয়ারা, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা ‘ওয়াকওভার’ দিয়েছে। শ্রীলঙ্কার তিন ম্যাচ বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজ যদি শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জেতে, তাহলে লঙ্কানদের পয়েন্ট হবে ১০৭। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ওয়ানডে জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৯৮।
লঙ্কানরা যদি ১ ম্যাচ হেরে যায়, তাহলে আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো হবে। তখন যদি আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দুটি দলই ৯৮ পয়েন্ট পায়, তখন নেট রানরেটের হিসাব চলে আসবে, যেখানে প্রোটিয়াদের নেট রানরেট: শূন্য দশমিক ৪১০ এবং আইরিশদের শূন্য দশমিক ৩৮২। সেরা আটে না থাকা দলগুলোর জন্যও সুযোগ থাকছে। জিম্বাবুয়েতে জুন-জুলাইয়ে হতে যাওয়া কোয়ালিফায়ারই তখন হবে শেষ ভরসা। তবে আয়োজক ভারত এই সমীকরণের বাইরে। ভারতীয়রা সরাসরি খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে