Ajker Patrika

টি-টোয়েন্টি সিরিজের মাঝে আয়ারল্যান্ডের টেস্টের অনুশীলন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৪: ০০
টি-টোয়েন্টি সিরিজের মাঝে আয়ারল্যান্ডের টেস্টের অনুশীলন শুরু

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে হেরেছে আয়ারল্যান্ড। কাল এ মাঠেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। ছন্দে থাকা বাংলাদেশ দলকে আজ বিশ্রাম দেওয়া হলেও সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করার কথা আয়ারল্যান্ডের। কিন্তু এর একটু আগেই বেন হোয়াইট-মারে কামিন্সরা বল-ব্যাট নিয়ে মাঠে নেমে পড়েন।

মাঠের উত্তর-পূর্ব কোণে নেট বোলাররা যখন আইরিশ ব্যাটারদের জন্য বোলিং করছিলেন, তখন একটু ভিরমি খাওয়ারই জোগাড়। কারণটাও পরিষ্কার, টি-টোয়েন্টি সিরিজের মধ্যেই লাল বলের অনুশীলন শুরু করে দিয়েছে আয়ারল্যান্ড। আরেকটু স্পষ্ট করে বললে, ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। ওই টেস্ট সামনে রেখেই আইরিশদের আজকের অনুশীলন। আর লাল বল দিয়ে তো টেস্ট খেলাই হয়। 

গতকাল প্রথম টি-টোয়েন্টিতে খেলা দু-তিনজন ক্রিকেটারই শুধু অনুশীলনে এসেছেন, যাঁরা আছেন টেস্ট দলেও। চার ক্রিকেটার ছাড়া টি-টোয়েন্টি দলের অনেকেই আছেন টেস্ট দলে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের সহকারী কোচ গ্যারি উইলসন বলেছেন, ‘টি-টোয়েন্টির কয়েকজনের সঙ্গে টেস্ট দলের ওই চার ক্রিকেটারকে নিয়ে টেস্টের অনুশীলন হয়েছে। স্পিন অনুশীলন হয়েছে অনেক। ৯০ ওভারের খেলায় স্পিনারদের মোকাবিলা করতে হয় লম্বা সময়।’ প্রায় ৩ ঘণ্টা অনুশীলনের পর হোটেলে ফেরেন আইরিশ ক্রিকেটাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত