
বিশ্বকাপ দল থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন অন্য ওপেনারদের সুযোগ করে দিতে। চোটে পড়ে অনেক দিন টি-টোয়েন্টি না খেলায় এমন সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ওপেনার। ফাঁকা সময়টা তাই বসে না থেকে খেলতে গেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন গা গরমের অনুশীলন করেছেন তামিম। কাল ভোরে নেপালের উদ্দেশে রওনা দেন। এবারই প্রথম দেশটিতে খেলতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। হিমালয়কন্যার দেশটিতে পৌঁছে তামিম জানিয়েছেন নিজের অনুভূতির কথা, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো নেপালে আসা হয়নি। খুবই সুন্দর দেশ।’
বিশ্বকাপের পর ব্যস্ত সূচি আছে বাংলাদেশের। চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টুর্নামেন্টটি তামিমের জন্য দারুণ সুযোগ। কদিন আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা জানিয়েছেন। ইপিএল খেলতে তামিমের নিজেরও তর সইছে না। বলেছেন, ‘এখন ইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এটা দারুণ টুর্নামেন্ট হবে। আমার দলের পক্ষে ভালো কিছু করতেই এখানে এসেছি। নতুন চ্যালেঞ্জটা নিতে চাই। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
নেপালের ক্রিকেট নিয়ে খুব বেশি জানাশোনা নেই তামিমের। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই তাদের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল তাঁর। নেপালি ক্রিকেট নিয়ে ধারণা কেমন এমন প্রশ্নে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘সত্যি বলতে, এখানকার ক্রিকেট নিয়ে ভালো ধারণা নেই। নেপালের বিপক্ষেও মাত্র একটা ম্যাচই খেলেছি। লামিচান (নেপালের জাতীয় দলের লেগ স্পিনার) বিপিএলে খেলেছে, তাকে আমি চিনি। তাছাড়া কিছু খেলোয়াড়কে চিনি, তবে খুব বেশি নয়।’
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথমবার মাঠে নামবেন তামিম। নিজের সেরাটা দিতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘আমি শেষ দু-তিন মাস চোটে ছিলাম। গত দু-তিন সপ্তাহ ধরে অবশ্য ভালো বোধ করছি। দেশে কিছুটা অনুশীলনও করেছি। আশা করি এখানে শুরুটা ভালোই হবে। ম্যাচ শুরুর আগে অবশ্য কিছু বলা যাচ্ছে না। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন অন্য ওপেনারদের সুযোগ করে দিতে। চোটে পড়ে অনেক দিন টি-টোয়েন্টি না খেলায় এমন সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ওপেনার। ফাঁকা সময়টা তাই বসে না থেকে খেলতে গেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন গা গরমের অনুশীলন করেছেন তামিম। কাল ভোরে নেপালের উদ্দেশে রওনা দেন। এবারই প্রথম দেশটিতে খেলতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। হিমালয়কন্যার দেশটিতে পৌঁছে তামিম জানিয়েছেন নিজের অনুভূতির কথা, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো নেপালে আসা হয়নি। খুবই সুন্দর দেশ।’
বিশ্বকাপের পর ব্যস্ত সূচি আছে বাংলাদেশের। চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টুর্নামেন্টটি তামিমের জন্য দারুণ সুযোগ। কদিন আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা জানিয়েছেন। ইপিএল খেলতে তামিমের নিজেরও তর সইছে না। বলেছেন, ‘এখন ইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এটা দারুণ টুর্নামেন্ট হবে। আমার দলের পক্ষে ভালো কিছু করতেই এখানে এসেছি। নতুন চ্যালেঞ্জটা নিতে চাই। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
নেপালের ক্রিকেট নিয়ে খুব বেশি জানাশোনা নেই তামিমের। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই তাদের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল তাঁর। নেপালি ক্রিকেট নিয়ে ধারণা কেমন এমন প্রশ্নে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘সত্যি বলতে, এখানকার ক্রিকেট নিয়ে ভালো ধারণা নেই। নেপালের বিপক্ষেও মাত্র একটা ম্যাচই খেলেছি। লামিচান (নেপালের জাতীয় দলের লেগ স্পিনার) বিপিএলে খেলেছে, তাকে আমি চিনি। তাছাড়া কিছু খেলোয়াড়কে চিনি, তবে খুব বেশি নয়।’
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথমবার মাঠে নামবেন তামিম। নিজের সেরাটা দিতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘আমি শেষ দু-তিন মাস চোটে ছিলাম। গত দু-তিন সপ্তাহ ধরে অবশ্য ভালো বোধ করছি। দেশে কিছুটা অনুশীলনও করেছি। আশা করি এখানে শুরুটা ভালোই হবে। ম্যাচ শুরুর আগে অবশ্য কিছু বলা যাচ্ছে না। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে