Ajker Patrika

বাংলাদেশ–উইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ার বিমান খরচই ২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৩: ৪৭
বাংলাদেশ–উইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ার বিমান খরচই ২০ কোটি টাকা

এই মাসের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে দেশের করোনা পরিস্থিত সিরিজটাকে সংশয়ে ফেলে দিয়েছে। যদিও এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া মহামারিতে সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী এবং সেটি করতে বিপুল অর্থ ব্যয়ও করছে। 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। আবার একই সময়ে শর্তও বাড়িয়েছে তারা। সবকিছু সমন্বয় হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই। যেহেতু সময়টা কঠিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) যেকোনো দেশে সফরের আগে তাদের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডারের (সরকার) নির্দেশনা মানতে হবে। 

বিসিবির চিন্তাটা এখানেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার যদি সবুজ সংকেত না দেয়, সিরিজটা ভেস্তেও যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ ইতিবাচক। নিয়মিত বিসিবির সঙ্গে তারা যোগাযোগ করে যাচ্ছে। সিরিজটা হোক, এটি চাইছে বলেই সিএ আলোচনা চালিয়ে যাচ্ছে। 

আরও একটি বিষয় বিসিবিকে আশাবাদী করে তুলছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল বিপুল খরচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর করছে ভাড়া করা বিমানে (ড্রিমলাইনার)। অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রথমে গেছে ক্যারিবীয় দ্বীপে। সেখান থেকে তারা আসবে ঢাকায়। প্রতিটি বিমানভ্রমণে অস্ট্রেলিয়ার খরচ হচ্ছে প্রায় ১ মিলিয়ন ডলার। মার্কিন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সেটি প্রায় সাড়ে ৬ কোটি ৩১ লাখ টাকা। এভাবে সিডনি–ক্যারিবীয় দ্বীপ–ঢাকা–সিডনি ভ্রমণে অস্ট্রেলিয়ার বিমান খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। 

বিমান ভাড়ায় বিপুল অর্থ তারা খরচ করছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়ে থেকে ফিরবে বাণিজ্যিক ফ্লাইটে তিন বিমানবন্দর বদলে। সিএ অবশ্য বাংলাদেশ দলের কমার্শিয়াল ফ্লাইট ব্যবহারে ছাড় দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়।    

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফিঞ্চদের সফর এখন অনেক যদি–কিন্তুর ওপর নির্ভর করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত