
আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন জাভিয়ের বার্টলেট। তাঁর আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের সহজ হয় পেয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে ১৭ রানে ৪ উইকেট নেওয়া বার্টলেট তাই পরের ম্যাচেও প্রতিপক্ষকে ধসিয়ে দেবেন এমন লক্ষ্যই হয়তো করেছিলেন। তবে এমনটা আশা করে থাকলে তাঁকে অপেক্ষা করতে হবে। কেননা, দ্বিতীয় ম্যাচে অভিষিক্ত পেসারকে বিশ্রাম দিয়ে আজ এক বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তৃতীয় ওয়ানডেতে তাঁর ফেরার সম্ভাবনা আছে।
বার্টলেটকে হয়তো লম্বা রেসের ঘোড়া মনে করছে সিএ। তা ছাড়া কিছুদিন আগে নিজেও পিঠের চোট থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। গতকাল ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় সে বিষয়ে বলেছেন, ‘বছরের শুরুতে চোট পড়েছিলাম। এর ফলে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাইনি, সময়টা হতাশার ছিল।’
বার্টলেট এক ম্যাচের জন্য থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ট্রাভিস হেডকে। বিশ্বকাপের পর থেকে টানা খেলছেন হেড। সম্প্রতি সময়টাও তাঁর ভালো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১১৯ রান করে ম্যাচ-সেরা হওয়া বাঁহাতি ব্যাটার ব্রিসবেন টেস্টে মেরেছিলেন কিং পেয়ার। দুই ইনিংসেই প্রথম বলে আউট হন তিনি। এরপর প্রথম ওয়ানডেতে ৪ রানের বেশি করতে পারেননি।
হেডের বিকল্প কারও নাম ঘোষণা না করা হলেও বার্টলেটের বিশ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ডাক পেয়েছেন জশ হ্যাজলউড। সঙ্গে বিগব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করা বাঁহাতি পেসার স্পেনসার জনসনকেও তৃতীয় ওয়ানডের জন্য ডাকা হয়েছে। আর হেডের জায়গায় আগামীকাল সিডনিতে অভিষেক হতে পারে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুকের।

আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন জাভিয়ের বার্টলেট। তাঁর আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের সহজ হয় পেয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে ১৭ রানে ৪ উইকেট নেওয়া বার্টলেট তাই পরের ম্যাচেও প্রতিপক্ষকে ধসিয়ে দেবেন এমন লক্ষ্যই হয়তো করেছিলেন। তবে এমনটা আশা করে থাকলে তাঁকে অপেক্ষা করতে হবে। কেননা, দ্বিতীয় ম্যাচে অভিষিক্ত পেসারকে বিশ্রাম দিয়ে আজ এক বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তৃতীয় ওয়ানডেতে তাঁর ফেরার সম্ভাবনা আছে।
বার্টলেটকে হয়তো লম্বা রেসের ঘোড়া মনে করছে সিএ। তা ছাড়া কিছুদিন আগে নিজেও পিঠের চোট থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। গতকাল ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় সে বিষয়ে বলেছেন, ‘বছরের শুরুতে চোট পড়েছিলাম। এর ফলে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাইনি, সময়টা হতাশার ছিল।’
বার্টলেট এক ম্যাচের জন্য থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ট্রাভিস হেডকে। বিশ্বকাপের পর থেকে টানা খেলছেন হেড। সম্প্রতি সময়টাও তাঁর ভালো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১১৯ রান করে ম্যাচ-সেরা হওয়া বাঁহাতি ব্যাটার ব্রিসবেন টেস্টে মেরেছিলেন কিং পেয়ার। দুই ইনিংসেই প্রথম বলে আউট হন তিনি। এরপর প্রথম ওয়ানডেতে ৪ রানের বেশি করতে পারেননি।
হেডের বিকল্প কারও নাম ঘোষণা না করা হলেও বার্টলেটের বিশ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ডাক পেয়েছেন জশ হ্যাজলউড। সঙ্গে বিগব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করা বাঁহাতি পেসার স্পেনসার জনসনকেও তৃতীয় ওয়ানডের জন্য ডাকা হয়েছে। আর হেডের জায়গায় আগামীকাল সিডনিতে অভিষেক হতে পারে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুকের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে