ক্রীড়া ডেস্ক

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-বহুল প্রচলিত এই কথার ধারেকাছেও নেই রোহিত শর্মা। অফফর্মের বৃত্ত থেকে তিনি নিজে তো বেরিয়ে আসতে পারছেন না। এমনকি ভারতের পারফরম্যান্সেও নেই ধারাবাহিকতা। ভারতীয় অধিনায়কের রোগমুক্তির উপায় বাতলে দিলেন হরভজন সিং।
এক ম্যাচ বিরতি দিয়ে রোহিত শর্মা ফিরেছেন টেস্টে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর ফেরাটা হয়েছে অধিনায়ক হয়ে। সচরাচর ওপেনিংয়ে ব্যাটিং করলেও এখানে তিনি ব্যাটিং করেছেন ৬ নম্বরে। কিন্তু মিডল অর্ডারে নেমে তিনি করেছেন ৯ রান (৩ ও ৬ রান)। এমনকি ভারত হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। একটু এদিক সেদিক হলেই সেটা ইনিংস পরাজয় হতে পারত। গোলাপি বলের টেস্টের পর থেকে রোহিতকে নিয়ে সমালোচনা বাড়ছে। স্টার স্পোর্টসে এক অনুষ্ঠানে হরভজন বলেন, ‘অধিনায়ক হিসেবে রোহিতের ব্যাট থেকে রান দেখতে চাই। যখন সে রান করবে, আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। ভালো কিছু করতে পারবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ভারত বড় এক ধাক্কা খেয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল রোহিতের নেতৃত্বাধীন ভারত। পার্থে
অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। সেই টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হলেও ২৯৫ রানের অবিশ্বাস্য এক জয় পেয়েছিল।
টেস্টে রোহিত ও ভারতের অফফর্ম একই সমা চলছে গত তিন মাস ধরে। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ থেকে হিসেব করলে অ্যাডিলেড টেস্ট পর্যন্ত ৬ টেস্টে ১১.৮৩ গড়ে করেন ১৪২ রান। এ সময়ে তাঁর ব্যাটে এসেছে একটি ফিফটি। এই ৬ ম্যাচের চারটিতেই হেরেছে ভারত। ফর্ম পক্ষে কথা না বলায় মাঠে অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্ত রোহিত নিতে পারছেন না বলে মনে করেন হরভজন। স্টার স্পোর্টসে হরভজন বলেন, ‘কত বড় ক্রিকেটার হোক না কেন, ব্যাটে রান পেলেই সে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। আশা করি রোহিত শর্মা রানে ফিরবে। এতে করে তার নেতৃত্ব ভালো হবে।’
অস্ট্রেলিয়া-ভারত ৫ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। ব্রিসবেনে শনিবার শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। চতুর্থ টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে। বক্সিং ডে টেস্টের পর সিরিজের শেষ ম্যাচ দল দুটি খেলবে সিডনিতে। ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ৬০.৭১ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তিনে থাকা ভারতের সাফল্যের হার ৫৭.২৯ শতাংশ।

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-বহুল প্রচলিত এই কথার ধারেকাছেও নেই রোহিত শর্মা। অফফর্মের বৃত্ত থেকে তিনি নিজে তো বেরিয়ে আসতে পারছেন না। এমনকি ভারতের পারফরম্যান্সেও নেই ধারাবাহিকতা। ভারতীয় অধিনায়কের রোগমুক্তির উপায় বাতলে দিলেন হরভজন সিং।
এক ম্যাচ বিরতি দিয়ে রোহিত শর্মা ফিরেছেন টেস্টে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর ফেরাটা হয়েছে অধিনায়ক হয়ে। সচরাচর ওপেনিংয়ে ব্যাটিং করলেও এখানে তিনি ব্যাটিং করেছেন ৬ নম্বরে। কিন্তু মিডল অর্ডারে নেমে তিনি করেছেন ৯ রান (৩ ও ৬ রান)। এমনকি ভারত হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। একটু এদিক সেদিক হলেই সেটা ইনিংস পরাজয় হতে পারত। গোলাপি বলের টেস্টের পর থেকে রোহিতকে নিয়ে সমালোচনা বাড়ছে। স্টার স্পোর্টসে এক অনুষ্ঠানে হরভজন বলেন, ‘অধিনায়ক হিসেবে রোহিতের ব্যাট থেকে রান দেখতে চাই। যখন সে রান করবে, আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। ভালো কিছু করতে পারবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ভারত বড় এক ধাক্কা খেয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল রোহিতের নেতৃত্বাধীন ভারত। পার্থে
অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। সেই টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হলেও ২৯৫ রানের অবিশ্বাস্য এক জয় পেয়েছিল।
টেস্টে রোহিত ও ভারতের অফফর্ম একই সমা চলছে গত তিন মাস ধরে। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ থেকে হিসেব করলে অ্যাডিলেড টেস্ট পর্যন্ত ৬ টেস্টে ১১.৮৩ গড়ে করেন ১৪২ রান। এ সময়ে তাঁর ব্যাটে এসেছে একটি ফিফটি। এই ৬ ম্যাচের চারটিতেই হেরেছে ভারত। ফর্ম পক্ষে কথা না বলায় মাঠে অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্ত রোহিত নিতে পারছেন না বলে মনে করেন হরভজন। স্টার স্পোর্টসে হরভজন বলেন, ‘কত বড় ক্রিকেটার হোক না কেন, ব্যাটে রান পেলেই সে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। আশা করি রোহিত শর্মা রানে ফিরবে। এতে করে তার নেতৃত্ব ভালো হবে।’
অস্ট্রেলিয়া-ভারত ৫ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। ব্রিসবেনে শনিবার শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। চতুর্থ টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে। বক্সিং ডে টেস্টের পর সিরিজের শেষ ম্যাচ দল দুটি খেলবে সিডনিতে। ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ৬০.৭১ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তিনে থাকা ভারতের সাফল্যের হার ৫৭.২৯ শতাংশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে