
ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলির। একের পর এক ম্যাচে হতাশ হয়ে ফিরতে হচ্ছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। এমনকি জায়গা পরিবর্তন করেও আসছে না কোনো সাফল্য। আইপিএলে সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমেও চেষ্টা করেছেন কোহলি। কিন্তু ৯ রানের বেশি করতে পারলেন না এই ম্যাচেও। তাঁর দলও ১৪৪ রানের বাধা আর টপকাতে পারেনি।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সেভাবে হাসেনি কোহলির ব্যাট। ৯ ম্যাচে রান করেছেন ১২৮। গড় ১৬। দলের সেরা ব্যাটারের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই রাজস্থানের জন্য দুশ্চিন্তার বড় কারণ হতে পারে।
তবে এখনই হতাশ হতে চান না বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে ডু প্লেসি বলেন, ‘আমরা আজ ব্যাটিং লাইনআপ পরিবর্তন করেছি। আমার ভেবেছি, এতে তারা ইতিবাচকভাবে খেলতে পারবে। সব মহান ক্রিকেটারকেই এমন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাকে (কোহলি) দিয়ে ওপেন করাতে চেয়েছি, কারণ আমরা চাইনি সে সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবুক। এই খেলাটাই আত্মবিশ্বাসের।’
কোহলির পাশে দাঁড়ালেও টপ অর্ডার সমস্যার দ্রুত সমাধান চান ডু প্লেসি, ‘আমাদের টপ অর্ডার সমস্যা ঠিক করতে হবে। সেরা চারে আমরা নিয়মিতভাবে ভালো করতে পারছি না।’ এদিকে বেঙ্গালুরুর প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারও মনে করেন কোহলি দ্রুত এই রানের খরা কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, ‘কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। এর আগেও এমন উত্থান-পতনের সময় সে দেখেছে। আমি কাছ থেকে তাকে দেখেছি। সে এই রানের খরা থেকে বেরিয়ে আসতে পারবে। সামনের ম্যাচগুলোতে সে আমাদের জিততে সাহায্য করবে।’

ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলির। একের পর এক ম্যাচে হতাশ হয়ে ফিরতে হচ্ছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। এমনকি জায়গা পরিবর্তন করেও আসছে না কোনো সাফল্য। আইপিএলে সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমেও চেষ্টা করেছেন কোহলি। কিন্তু ৯ রানের বেশি করতে পারলেন না এই ম্যাচেও। তাঁর দলও ১৪৪ রানের বাধা আর টপকাতে পারেনি।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সেভাবে হাসেনি কোহলির ব্যাট। ৯ ম্যাচে রান করেছেন ১২৮। গড় ১৬। দলের সেরা ব্যাটারের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই রাজস্থানের জন্য দুশ্চিন্তার বড় কারণ হতে পারে।
তবে এখনই হতাশ হতে চান না বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে ডু প্লেসি বলেন, ‘আমরা আজ ব্যাটিং লাইনআপ পরিবর্তন করেছি। আমার ভেবেছি, এতে তারা ইতিবাচকভাবে খেলতে পারবে। সব মহান ক্রিকেটারকেই এমন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাকে (কোহলি) দিয়ে ওপেন করাতে চেয়েছি, কারণ আমরা চাইনি সে সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবুক। এই খেলাটাই আত্মবিশ্বাসের।’
কোহলির পাশে দাঁড়ালেও টপ অর্ডার সমস্যার দ্রুত সমাধান চান ডু প্লেসি, ‘আমাদের টপ অর্ডার সমস্যা ঠিক করতে হবে। সেরা চারে আমরা নিয়মিতভাবে ভালো করতে পারছি না।’ এদিকে বেঙ্গালুরুর প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারও মনে করেন কোহলি দ্রুত এই রানের খরা কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, ‘কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। এর আগেও এমন উত্থান-পতনের সময় সে দেখেছে। আমি কাছ থেকে তাকে দেখেছি। সে এই রানের খরা থেকে বেরিয়ে আসতে পারবে। সামনের ম্যাচগুলোতে সে আমাদের জিততে সাহায্য করবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১০ ঘণ্টা আগে