Ajker Patrika

কোনো কিছুতেই কাজ হচ্ছে না কোহলির, ব্যর্থ ওপেনিংয়েও

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৩: ৩৯
কোনো কিছুতেই কাজ হচ্ছে না কোহলির, ব্যর্থ ওপেনিংয়েও

ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলির। একের পর এক ম্যাচে হতাশ হয়ে ফিরতে হচ্ছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। এমনকি জায়গা পরিবর্তন করেও আসছে না কোনো সাফল্য। আইপিএলে সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমেও চেষ্টা করেছেন কোহলি। কিন্তু ৯ রানের বেশি করতে পারলেন না এই ম্যাচেও। তাঁর দলও ১৪৪ রানের বাধা আর টপকাতে পারেনি। 

এবারের আইপিএলে এখন পর্যন্ত সেভাবে হাসেনি কোহলির ব্যাট। ৯ ম্যাচে রান করেছেন ১২৮। গড় ১৬। দলের সেরা ব্যাটারের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই রাজস্থানের জন্য দুশ্চিন্তার বড় কারণ হতে পারে। 

তবে এখনই হতাশ হতে চান না বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে ডু প্লেসি বলেন, ‘আমরা আজ ব্যাটিং লাইনআপ পরিবর্তন করেছি। আমার ভেবেছি, এতে তারা ইতিবাচকভাবে খেলতে পারবে। সব মহান ক্রিকেটারকেই এমন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাকে (কোহলি) দিয়ে ওপেন করাতে চেয়েছি, কারণ আমরা চাইনি সে সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবুক। এই খেলাটাই আত্মবিশ্বাসের।’ 

কোহলির পাশে দাঁড়ালেও টপ অর্ডার সমস্যার দ্রুত সমাধান চান ডু প্লেসি, ‘আমাদের টপ অর্ডার সমস্যা ঠিক করতে হবে। সেরা চারে আমরা নিয়মিতভাবে ভালো করতে পারছি না।’ এদিকে বেঙ্গালুরুর প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারও মনে করেন কোহলি দ্রুত এই রানের খরা কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, ‘কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। এর আগেও এমন উত্থান-পতনের সময় সে দেখেছে। আমি কাছ থেকে তাকে দেখেছি। সে এই রানের খরা থেকে বেরিয়ে আসতে পারবে। সামনের ম্যাচগুলোতে সে আমাদের জিততে সাহায্য করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত