Ajker Patrika

সেই বাংলাদেশই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক, হোবার্ট (অস্ট্রেলিয়া) থেকে
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২০: ১১
সেই বাংলাদেশই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে

যে বাংলাদেশ কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচই জেতেনি, সেই দল এখন নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে! একটু অদ্ভুত মনে হলেও এটাই বাস্তবতা। হোক না সাময়িক, তবু এমন পয়েন্ট টেবিল বাংলাদেশ আগে কখনো দেখেনি। 

 ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। হোবার্টে আজ নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা। যদিও বাংলাদেশের ম্যাচটা বৃষ্টিবাধায় ঠিকঠাক হয় কি না, যথেষ্ট সংশয় ছিল। হঠাৎ হঠাৎ এক আধটু বৃষ্টি হলেও শেষ পর্যন্ত সেটি ম্যাচ ঠিকঠাক শেষ হতে সমস্যা হয়নি। কিন্তু বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়াল একই মাঠে সন্ধ্যায় হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচে। 

বেলেরিভ ওভালে বাংলাদেশের ম্যাচ শেষ হতেই বাড়ল বৃষ্টির মাত্রা। বৃষ্টি কিছুটা থামলে মাঠে গড়াল দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ। কিন্তু শেষ আর হতো পারল না। ৯ ওভারে নেমে আসা ম্যাচে জিম্বাবুয়ে তুলল ৫ উইকেটে ৭৯ রান। ৭ ওভারে ৫১ রানের লক্ষ্য তাড়া করতে নামা প্রোটিয়াদের সুযোগ হলো মাত্র ৩ ওভার খেলার। অতঃপর ম্যাচ পরিত্যক্ত। 
জিম্বাবুয়ের মতো সহজ প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে দক্ষিণ আফ্রিকার খুশি হওয়ার কথা নয়। তবে খুশি বাংলাদেশ। এতেই যে তারা গতকাল রাতে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে। অবশ্য ভারতেরও একটি জয়ে সমান ২ পয়েন্ট। কিন্তু রানরেটের সামান্য ব্যবধানে আপাতত টেবিলের চূড়ায় সাকিবরা। 

গত ১৪ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে টানা হারতে থাকা বাংলাদেশ এবার টুর্নামেন্ট কি না শুরু করল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত