আহমেদ রিয়াদ, সিলেট থেকে
বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে হয়েছে ব্যাপক সংস্কার। কিন্তু সেই সংস্কারের ছোঁয়া লাগেনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে। সিলেট পর্ব ঘিরে এখানে ৭ দলের ক্রিকেটারদের সমাগম থাকলেও সে তুলনায় জিমের সুযোগ-সুবিধা অপ্রতুল।
জিমনেসিয়ামের অবকাঠামো ও সরঞ্জামের অভাবে ক্রিকেটারদের জিম সেশনে একটা অপূর্ণতা থেকেই যাচ্ছে। ভালো মানের ডাম্বেল, ট্রেডমিল কিংবা সাইক্লিং করার মতো ভালো মেশিন নেই। কিছু ওয়েট লিফটিং সরঞ্জামের রাবার প্যাড ক্ষয় হয়ে গেছে। শীতাতপনিয়ন্ত্রণ অব্যবস্থাও অকেজো।
বিপিএল শুরুর আগেই কয়েকজন ক্রিকেটার জিমনেসিয়ামে গিয়ে অপ্রতুল সুযোগ-সুবিধায় হতাশ হন। তাঁদের অনুযোগ, ‘জিমে যেতে না পারলে মাঠে কীভাবে ভালো খেলব?’ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ভেন্যুর জিমনেসিয়ামেও আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় হতাশ তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ফিটনেস ট্রেইনার বললেন, ‘মাঠে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা এবং চোটমুক্ত রাখার জন্য জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সিলেটের জিমনেসিয়ামের এই করুণ অবস্থায় উন্নতি কীভাবে হবে?’
তো জিমের এই অবস্থা কেন? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস বলেন, ‘আমরা যে অর্থ বরাদ্দ পেয়েছি সংষ্কার কাজের জন্য, সেখানে জিম সংস্কার কাজের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। আমাদের জিমে জিম সরঞ্জাম কিছু কম রয়েছে। কিন্তু যা রয়েছে তা হয়তো ক্রিকেটারদের জন্য যথেষ্ট না। আমরা আগেও কয়েকবার বিসিবির কাছে জিমের কিছু সরঞ্জামের জন্য বরাদ্দ চেয়ে চাহিদাপত্র দিয়েছি। কিন্তু সেই চাহিদা মাফিক কিছু পাইনি। বিসিবিতে পরিবর্তন এসেছে। আশা করছি দ্রুতই জিমের সরঞ্জাম সমস্যা সমাধান হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে হয়েছে ব্যাপক সংস্কার। কিন্তু সেই সংস্কারের ছোঁয়া লাগেনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে। সিলেট পর্ব ঘিরে এখানে ৭ দলের ক্রিকেটারদের সমাগম থাকলেও সে তুলনায় জিমের সুযোগ-সুবিধা অপ্রতুল।
জিমনেসিয়ামের অবকাঠামো ও সরঞ্জামের অভাবে ক্রিকেটারদের জিম সেশনে একটা অপূর্ণতা থেকেই যাচ্ছে। ভালো মানের ডাম্বেল, ট্রেডমিল কিংবা সাইক্লিং করার মতো ভালো মেশিন নেই। কিছু ওয়েট লিফটিং সরঞ্জামের রাবার প্যাড ক্ষয় হয়ে গেছে। শীতাতপনিয়ন্ত্রণ অব্যবস্থাও অকেজো।
বিপিএল শুরুর আগেই কয়েকজন ক্রিকেটার জিমনেসিয়ামে গিয়ে অপ্রতুল সুযোগ-সুবিধায় হতাশ হন। তাঁদের অনুযোগ, ‘জিমে যেতে না পারলে মাঠে কীভাবে ভালো খেলব?’ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ভেন্যুর জিমনেসিয়ামেও আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় হতাশ তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ফিটনেস ট্রেইনার বললেন, ‘মাঠে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা এবং চোটমুক্ত রাখার জন্য জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সিলেটের জিমনেসিয়ামের এই করুণ অবস্থায় উন্নতি কীভাবে হবে?’
তো জিমের এই অবস্থা কেন? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস বলেন, ‘আমরা যে অর্থ বরাদ্দ পেয়েছি সংষ্কার কাজের জন্য, সেখানে জিম সংস্কার কাজের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। আমাদের জিমে জিম সরঞ্জাম কিছু কম রয়েছে। কিন্তু যা রয়েছে তা হয়তো ক্রিকেটারদের জন্য যথেষ্ট না। আমরা আগেও কয়েকবার বিসিবির কাছে জিমের কিছু সরঞ্জামের জন্য বরাদ্দ চেয়ে চাহিদাপত্র দিয়েছি। কিন্তু সেই চাহিদা মাফিক কিছু পাইনি। বিসিবিতে পরিবর্তন এসেছে। আশা করছি দ্রুতই জিমের সরঞ্জাম সমস্যা সমাধান হবে।’
২০১৮ সালে টেস্টে পথচলা শুরু আয়ারল্যান্ডের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ৭ ম্যাচের ৭ টিতেই হেরেছিল তারা। সেই আইরিশরা টেস্টে করল জয়ের হ্যাটট্রিক। ক্রিকেটের রাজকীয় সংস্করণে জিম্বাবুয়েকে এবার তাদের মাঠে ধরাশায়ী করল আইরিশরা।
১ ঘণ্টা আগেমিরপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে শুরু থেকেই ছিলেন ব্যাটার সৌম্য সরকার। আজও শুরু থেকে ব্যাট করছিলেন। মাঝ উইকেটের পাশের উন্মুক্ত নেটে বোলিং করেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। মৃত্যুঞ্জয়ের বাউন্সার সামলাতে গিয়ে ডান আঙ্গুলে বল লাগে এই বাঁহাতি ওপেনারের। চোটের তীব্রতায় ব্যাট ছুড়ে সোজা
১ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সঙ্গে পেসার হাসান মাহমুদকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির এক সূত্র জানিয়েছে, হাসান মাহমুদ একা নন, বোর্ড নিজ খরচে আরও তিন-চার পেসারকে প্রস্তুতি ক্যাম্পে যুক্ত করছে।
২ ঘণ্টা আগেস্বপ্নের অভিষেক হয়তো একেই বলে। ম্যাথু ব্রিটজকে সেঞ্চুরি তো করেছেনই, ভেঙেছেন ৪৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডও। লাহোরে নিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসে অভিষেকে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার।
২ ঘণ্টা আগে