
দল বিবেচনায় আগামী জুনে সবচেয়ে বড় বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সব সংস্করণ মিলিয়ে ২০ দলের বিশ্বকাপ আগে কখনো হয়নি। ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে আইসিসি।
ইতিমধ্যে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ক্ষণ গণনাও শুরু হয়েছে। ১০০ দিনের ক্ষণ গণনার দিনেই টিকিট বিক্রিও শুরু হয়েছে। তারও আগে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। এবার টুর্নামেন্ট শুরুর বাকি ৫০ দিনের মাথায় থিম সং প্রকাশ করেছে আইসিসি।
গতকাল রাতে থিম সং প্রকাশ করেছে আইসিসি। এবারের টুর্নামেন্টের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল এবং সকা সুপারস্টার কেস। সংটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। তিনজনই ক্যারিবিয়ান। জ্যামাইকান শনের বাকি দুই সঙ্গী কেস ও তানো ত্রিনিদাদের।
থিম সংয়ের মাধ্যমে ক্যারিবিয়ান সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শন। দুই দশক ধরে সংগীতের সঙ্গে থাকা জ্যামাইকান গায়ক বলেছেন,‘ক্রিকেট সব সময় আমাদের সংস্কৃতির অন্যতম অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং গাইতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। কেসের বড় ভক্ত আমি। গানটিতে ক্যারিবিয়ান সংস্কৃতির চমৎকার এক মেলবন্ধন থাকবে। নাচের সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহ এবং সকা সংগীত তো থাকছেই। মানুষ যখন গাইবে তখন বাস্তবিক অর্থেই ঐক্যের চেতনা অনুভব করবে।’
থিম সংয়ে গাইতে পেরে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন কেসও। তিনি বলেছেন,‘আমাদের সব সময় লক্ষ্যে বিশ্বকে একই ছাদের নিচে রাখা। তাই ক্রিকেটের সঙ্গে গানের মেলবন্ধন করা হয়েছে। শন পল, তানো এবং পুরো দল মিলে যে সংগীত আবহ তৈরি করা হয়েছে, তা সত্যিই অসাধারণ।’ থিম সংয়ের পুরো ভিডিওটি অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।

দল বিবেচনায় আগামী জুনে সবচেয়ে বড় বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সব সংস্করণ মিলিয়ে ২০ দলের বিশ্বকাপ আগে কখনো হয়নি। ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে আইসিসি।
ইতিমধ্যে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ক্ষণ গণনাও শুরু হয়েছে। ১০০ দিনের ক্ষণ গণনার দিনেই টিকিট বিক্রিও শুরু হয়েছে। তারও আগে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। এবার টুর্নামেন্ট শুরুর বাকি ৫০ দিনের মাথায় থিম সং প্রকাশ করেছে আইসিসি।
গতকাল রাতে থিম সং প্রকাশ করেছে আইসিসি। এবারের টুর্নামেন্টের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল এবং সকা সুপারস্টার কেস। সংটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। তিনজনই ক্যারিবিয়ান। জ্যামাইকান শনের বাকি দুই সঙ্গী কেস ও তানো ত্রিনিদাদের।
থিম সংয়ের মাধ্যমে ক্যারিবিয়ান সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শন। দুই দশক ধরে সংগীতের সঙ্গে থাকা জ্যামাইকান গায়ক বলেছেন,‘ক্রিকেট সব সময় আমাদের সংস্কৃতির অন্যতম অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং গাইতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। কেসের বড় ভক্ত আমি। গানটিতে ক্যারিবিয়ান সংস্কৃতির চমৎকার এক মেলবন্ধন থাকবে। নাচের সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহ এবং সকা সংগীত তো থাকছেই। মানুষ যখন গাইবে তখন বাস্তবিক অর্থেই ঐক্যের চেতনা অনুভব করবে।’
থিম সংয়ে গাইতে পেরে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন কেসও। তিনি বলেছেন,‘আমাদের সব সময় লক্ষ্যে বিশ্বকে একই ছাদের নিচে রাখা। তাই ক্রিকেটের সঙ্গে গানের মেলবন্ধন করা হয়েছে। শন পল, তানো এবং পুরো দল মিলে যে সংগীত আবহ তৈরি করা হয়েছে, তা সত্যিই অসাধারণ।’ থিম সংয়ের পুরো ভিডিওটি অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে