Ajker Patrika

মাথা দিয়েও খেলেছেন হৃদয় 

মাথা দিয়েও খেলেছেন হৃদয় 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেই তাক লাগিয়েছেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত ইনিংস তো খেলেছেন, একই সঙ্গে হৃদয় উপস্থিত বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছেন।

কলম্বোর প্রেমাদাসায় জাফনা কিংস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে গতকাল শুরু হয় এলপিএলের চতুর্থ মৌসুম। হৃদয় খেলছেন জাফনার হয়ে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া জাফনার ইনিংসের ১৬ তম ওভারের ঘটনা। চামিকা করুণারত্নের করা ওভারের তৃতীয় বলে হৃদয় ডিপ পয়েন্টে কাট করে ২ রান নিয়েছেন। একই সঙ্গে ফিল্ডারদের অবস্থানও তাঁর নজর এড়ায়নি। তিনি দেখেন, ৩০ গজ বৃত্তের বাইরে ছিলেন ছয় ফিল্ডার। নিয়ম অনুযায়ী, প্রথম ৬ ওভার শেষে ৩০ গজ বৃত্তের বাইরে সর্বোচ্চ পাঁচ ফিল্ডার থাকতে পারবেন। পাঁচ ফিল্ডারের বেশি থাকলে ব্যাটিং দল ‘নো বল’ পাবে। ছয় ফিল্ডার বাইরে দেখে অন ফিল্ড আম্পায়ারকে হৃদয় বলেন, ‘স্যার, ছয়টা প্লেয়ার বাইরে। দেখুন নো বল।’ এরপর আম্পায়ার নো বল ডেকেছেন ও ফ্রি হিট দিয়েছেন জাফনাকে।

এলপিএলে অভিষেক ম্যাচেই ফিফটি করেছেন হৃদয়। ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ব্যাটার। প্রথমে ব্যাটিং করা জাফনা কিংস ৫ উইকেটে করেছে ১৭৩ রান। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় কলম্বো স্ট্রাইকার্স। জাফনার ২১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন বিজয়কান্ত ব্যসকান্ত। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট ও দুটি ক্যাচ ধরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত