
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল নামিবিয়া। আর সেই নামিবিয়াই উঠতে পারল না সুপার টুয়েলভে। গিলংয়ে আজ পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাতে কপাল খুলেছে নেদারল্যান্ডসের। ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভে উঠল ডাচরা। সুপার টুয়েলভে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ডাচদের।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ১২.৪ ওভারে ৬৯ রান তুলতেই ৭ উইকেট হারায় নামিবিয়া। এরপরই অষ্টম উইকেট জুটিতে প্রতিরোধ গড়া শুরু করেন ডেভিড ভিসে এবং রুবেন ট্রাম্পলম্যান। এই জুটি অবশ্য ভেঙে যাওয়ার সুযোগ তৈরী হয়েছিল। ১৭ তম ওভারের শেষ বলে ভিসেকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেছেন মুহাম্মদ ওয়াসিম। জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন ভিসে। ভিসে যতক্ষণ উইকেটে ছিলেন নামিবিয়ার আশাও বেঁচে ছিল। শেষ ওভারের চতুর্থ বলে ভিসেকে তুলে নেন ওয়াসিম। ৭০ রানের জুটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে নামিবিয়ার আশাও শেষ হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে নামিবিয়া করে ১৪১ রান।
ম্যাচসেরা হয়েছেন মুহাম্মদ ওয়াসিম। ৪১ বলে ৫০ রান করেছেন এবং ২ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একমাত্র উইকেটটি ভিসের গুরুত্বপূর্ণ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৩ উইকেটে ১৪৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪১ বলে ৫০ রান করেন মুহাম্মদ ওয়াসিম। আমিরাত অধিনায়ক রিজওয়ান ২৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল নামিবিয়া। আর সেই নামিবিয়াই উঠতে পারল না সুপার টুয়েলভে। গিলংয়ে আজ পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাতে কপাল খুলেছে নেদারল্যান্ডসের। ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভে উঠল ডাচরা। সুপার টুয়েলভে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ডাচদের।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ১২.৪ ওভারে ৬৯ রান তুলতেই ৭ উইকেট হারায় নামিবিয়া। এরপরই অষ্টম উইকেট জুটিতে প্রতিরোধ গড়া শুরু করেন ডেভিড ভিসে এবং রুবেন ট্রাম্পলম্যান। এই জুটি অবশ্য ভেঙে যাওয়ার সুযোগ তৈরী হয়েছিল। ১৭ তম ওভারের শেষ বলে ভিসেকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেছেন মুহাম্মদ ওয়াসিম। জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন ভিসে। ভিসে যতক্ষণ উইকেটে ছিলেন নামিবিয়ার আশাও বেঁচে ছিল। শেষ ওভারের চতুর্থ বলে ভিসেকে তুলে নেন ওয়াসিম। ৭০ রানের জুটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে নামিবিয়ার আশাও শেষ হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে নামিবিয়া করে ১৪১ রান।
ম্যাচসেরা হয়েছেন মুহাম্মদ ওয়াসিম। ৪১ বলে ৫০ রান করেছেন এবং ২ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একমাত্র উইকেটটি ভিসের গুরুত্বপূর্ণ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৩ উইকেটে ১৪৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪১ বলে ৫০ রান করেন মুহাম্মদ ওয়াসিম। আমিরাত অধিনায়ক রিজওয়ান ২৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে