Ajker Patrika

বিসিবি সভাপতির কাছ থেকে তামিম কেন পুরস্কার নেননি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০: ২৭
তামিম ইকবাল পুরস্কার নেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে। ফাইল ছবি
তামিম ইকবাল পুরস্কার নেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে। ফাইল ছবি

ঢাকা ক্যাপিটালকে সহজেই হারিয়ে ছেলে আরহামকে নিয়ে তামিম ইকবাল ঠিক সময়েই চলে গিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে। সেই ভিডিও এরই মধ্যে রিলস হিসেবে ফেসবুক নিজেদের পেজে প্রকাশও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম কোথায়?

ঢাকাকে ৮ উইকেটে হারানোর পথে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলা ম্যাচসেরার পুরস্কার জিতছেন তামিম। অথচ আজ বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাঁর জায়গায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে পুরস্কার নেওয়া এবং সম্প্রচারকারী টিভির সঙ্গে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, মাঠে থাকার পরও তামিম কেন বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নেননি?

ফরচুন বরিশাল দলীয় সূত্রে জানা গেছে, তামিম ঠিক সময়ে থাকলেও বিসিবি সভাপতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে দেরি করেছেন। কিছুটা বিরক্ত হয়ে বরিশাল অধিনায়ক তাই আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। তবে তিনি সংবাদ সম্মেলনে এসেছেন। সেখানে তাঁর কাছে ক্রিকেট বোর্ডে আসার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল।

তামিম বলেছেন, ‘এই মুহূর্তে নয় (বোর্ডে আসা)। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত