ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং।
বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি। আগের দুই ম্যাচে রংপুর ও সিলেটকে হারিয়েছিল তারা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ঢাকার পুঁজিটা আহামরি ছিল না। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৫০ রান তোলে দলটি। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২২ রানের বেশি করতে পারেনি রাজশাহী। তাদের হয়ে ২৯ বলে ৩১ রান এনে দেন এসএম মেহরব হাসান। হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ২৩ রান। ১৪ বল খেলেন এই ওপেনার।
এছাড়া সাব্বির হোসেন ২০ ও নিহাদুজ্জামান করেন ১৩ রান। ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন নাজমুল ইসলাম অপু। ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ৪ ওভারে তার খরচ ১০ রান। ২১ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরেন সুমন খান। তার সমান ২ উইকেট নিতে ২৫ রান খরচ করেন তাইবুর রহমান।
এর আগে সম্মিলিত প্রচেষ্টায় এই পুঁজি পায় ঢাকা। ২০ বলে ৩৫ রান করেন অঙ্কন। ৪ ছয়ের সাহায্যে ইনিংস সাজান অধিনায়ক। ৩০ বল খেলা রায়ান রাফসান রহমানের অবদান ৩২ রান। ১৮ বলে ২২ রান করেন শিবলি। এছাড়া শেষদিকে ৫ বলে ১৪ রান এনে দেন সুমন। ব্যাট–বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ঢাকার এই পেসার।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং।
বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি। আগের দুই ম্যাচে রংপুর ও সিলেটকে হারিয়েছিল তারা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ঢাকার পুঁজিটা আহামরি ছিল না। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৫০ রান তোলে দলটি। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২২ রানের বেশি করতে পারেনি রাজশাহী। তাদের হয়ে ২৯ বলে ৩১ রান এনে দেন এসএম মেহরব হাসান। হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ২৩ রান। ১৪ বল খেলেন এই ওপেনার।
এছাড়া সাব্বির হোসেন ২০ ও নিহাদুজ্জামান করেন ১৩ রান। ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন নাজমুল ইসলাম অপু। ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ৪ ওভারে তার খরচ ১০ রান। ২১ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরেন সুমন খান। তার সমান ২ উইকেট নিতে ২৫ রান খরচ করেন তাইবুর রহমান।
এর আগে সম্মিলিত প্রচেষ্টায় এই পুঁজি পায় ঢাকা। ২০ বলে ৩৫ রান করেন অঙ্কন। ৪ ছয়ের সাহায্যে ইনিংস সাজান অধিনায়ক। ৩০ বল খেলা রায়ান রাফসান রহমানের অবদান ৩২ রান। ১৮ বলে ২২ রান করেন শিবলি। এছাড়া শেষদিকে ৫ বলে ১৪ রান এনে দেন সুমন। ব্যাট–বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ঢাকার এই পেসার।

নোয়াখালী এক্সপ্রেসের জন্য ম্যাচটা ছিল বাঁচা মরার। প্লে অফের দৌঁড়ে টিকে থাকার জন্য চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আজ জেতার বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজিটির সামনে। জয়ের সমীকরণ মেলাতে পারেনি নোয়াখালী। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নিল হায়দার আলীর
৩৬ মিনিট আগে
বিপিএলে হুট করে অধিনায়ক পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। এবারের বিপিএলে দুই ম্যাচের পরই নোয়াখালী এক্সপ্রেস বদলে ফেলে অধিনায়ক। সৈকত আলীর পরিবর্তে হায়দার আলীর কাঁধে নেতৃত্বভার তুলে দেয় নোয়াখালী। আর রংপুর রাইডার্স কি না অধিনায়ক পরিবর্তন করল শেষভাগে এসে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে