নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে জাহানারা আলম না থাকায় বিস্মিত হয়েছিলেন সবাই। সেই টুর্নামেন্ট শেষ হতেই জাহানারকে ফিরিয়ে আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী পেসার।
আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমনওয়েলথ বাছাইয়ে উপেক্ষিত জাহানারার ফেরা ছাড়া তেমন কোনো চমক নেই দলে। মালয়েশিয়া থেকে ফেরা সবাই যাচ্ছেন নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে।
আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। পরদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অভিযান।
কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যান নিগার-সালমারা। হতাশা নিয়ে ফেরেন দেশে। ঢাকায় ফিরলেও তাঁদের ছুটিতে যাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকেই মিরপুরের বিসিবি একাডেমি মাঠে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন তাঁরা।
কুয়ালামপুর থেকে ঢাকায় ফেরার পর পুরো দলই আছে একসঙ্গে। আগামীকাল সকালে তাঁদের করোনা পরীক্ষা করা হবে। সবার ফল নেগেটিভ এলেই শুরু হবে বিশ্বকাপের ক্যাম্প। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ। বলেছেন, ‘মালয়েশিয়া থেকে ফেরার পর আমরা কাউকে ছাড়িনি। সবাই দলের সঙ্গেই আছে। আগামীকাল দলের প্রত্যেকের কোভিড পরীক্ষা হবে। এরপর বিশ্বকাপের ক্যাম্প শুরু করব।’
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা।

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে জাহানারা আলম না থাকায় বিস্মিত হয়েছিলেন সবাই। সেই টুর্নামেন্ট শেষ হতেই জাহানারকে ফিরিয়ে আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী পেসার।
আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমনওয়েলথ বাছাইয়ে উপেক্ষিত জাহানারার ফেরা ছাড়া তেমন কোনো চমক নেই দলে। মালয়েশিয়া থেকে ফেরা সবাই যাচ্ছেন নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে।
আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। পরদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অভিযান।
কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যান নিগার-সালমারা। হতাশা নিয়ে ফেরেন দেশে। ঢাকায় ফিরলেও তাঁদের ছুটিতে যাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকেই মিরপুরের বিসিবি একাডেমি মাঠে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন তাঁরা।
কুয়ালামপুর থেকে ঢাকায় ফেরার পর পুরো দলই আছে একসঙ্গে। আগামীকাল সকালে তাঁদের করোনা পরীক্ষা করা হবে। সবার ফল নেগেটিভ এলেই শুরু হবে বিশ্বকাপের ক্যাম্প। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ। বলেছেন, ‘মালয়েশিয়া থেকে ফেরার পর আমরা কাউকে ছাড়িনি। সবাই দলের সঙ্গেই আছে। আগামীকাল দলের প্রত্যেকের কোভিড পরীক্ষা হবে। এরপর বিশ্বকাপের ক্যাম্প শুরু করব।’
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১১ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১২ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১৩ ঘণ্টা আগে