
আজ শুরু হচ্ছে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ। নেপালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। মাঠে নামার আগেই প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সুযোগ পাওয়া নেপালের বিপক্ষে একাদশও ঘোষণা করেছেন বাবর আজমরা।
সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করে দলগুলো। তবে গতকাল পাকিস্তান ব্যতিক্রম কিছু করল। অবশ্য অ্যাশেজের সময় ইংল্যান্ডকেও দেখা যায় ম্যাচে নামার আগেই দল ঘোষণা করতে। প্রতিপক্ষের বিপক্ষে শক্তিশালী একাদশই ঘোষণা করেছে পাকিস্তান। পরিসংখ্যান ও ইতিহাসে নেপাল বেশ পিছিয়ে থাকলেও হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকেরা। চার ব্যাটারের সঙ্গে চার অলরাউন্ডারকে একাদশে রেখেছে তারা।
ইমাম উল হকের সঙ্গে ওপেনিং করবেন ফখর জামান। তিন ও চারে অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এরপর চার অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খানের সঙ্গে থাকছেন মোহাম্মদ নওয়াজ। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গ দেবেন নাসিম শাহ ও হারিস রউফ।
নেপালকে যে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তেমনটিই জানিয়েছেন বাবর। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘নেপালে অনেক ভালো খেলোয়াড় আছে, আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না, তবে আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’
আজ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-নেপাল ম্যাচ।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

আজ শুরু হচ্ছে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ। নেপালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। মাঠে নামার আগেই প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সুযোগ পাওয়া নেপালের বিপক্ষে একাদশও ঘোষণা করেছেন বাবর আজমরা।
সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করে দলগুলো। তবে গতকাল পাকিস্তান ব্যতিক্রম কিছু করল। অবশ্য অ্যাশেজের সময় ইংল্যান্ডকেও দেখা যায় ম্যাচে নামার আগেই দল ঘোষণা করতে। প্রতিপক্ষের বিপক্ষে শক্তিশালী একাদশই ঘোষণা করেছে পাকিস্তান। পরিসংখ্যান ও ইতিহাসে নেপাল বেশ পিছিয়ে থাকলেও হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকেরা। চার ব্যাটারের সঙ্গে চার অলরাউন্ডারকে একাদশে রেখেছে তারা।
ইমাম উল হকের সঙ্গে ওপেনিং করবেন ফখর জামান। তিন ও চারে অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এরপর চার অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খানের সঙ্গে থাকছেন মোহাম্মদ নওয়াজ। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গ দেবেন নাসিম শাহ ও হারিস রউফ।
নেপালকে যে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তেমনটিই জানিয়েছেন বাবর। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘নেপালে অনেক ভালো খেলোয়াড় আছে, আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না, তবে আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’
আজ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-নেপাল ম্যাচ।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে