নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একদিন আগেই নুরুল হাসান সোহান বলেছেন, ‘১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, আমরা মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে।’
সেই সহায়তার নমুনাই যেন দেখা গেল আজ মিরপুরে। টেস্টে লিটন দাসের কাছে কিপিং হারানো মুশফিকুর রহিম এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং করা নিয়ে পড়েছেন ‘কঠিন পরীক্ষায়।’ আর সেই লড়াইটা সোহানের সঙ্গেই। তবে সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে সোহানই কিপিং অনুশীলনে সহায়তা করলেন মুশফিককে!
ঘটনাটি আজ দুপুরের আড়াইটার দিকের। মিরপুর শেরেবাংলার মাঝ উইকেটের পাশে মুশফিককে তখন কিপিং অনুশীলন করাচ্ছিলেন দলের ট্রেনার নিক লি। এ সময় পাশ দিয়ে ব্যাটিং অনুশীলনের জন্য উইকেটের দিকে যাচ্ছিলেন সোহান। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ব্যাটটা রেখেই ছুটে আসলেন মুশফিক আর নিক লির দিকে।
পরে নিক লি ব্যাট হাতে দাঁড়ালেন, আর উইকেটের পেছনে মুশফিক। সোহানের ছোঁড়া বল নিকের ব্যাট ছুঁয়ে যাচ্ছিল মুশফিকের গ্লাভসে। এভাবে প্রায় ১৫ মিনিট ধরে চলল মুশফিকের ক্যাচিং প্র্যাকটিস। তিনি অনুশীলন শেষ করলে সোহানও চলে গেলেন ব্যাটিং অনুশীলনের জন্য।
বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করে বাংলাদেশ। টিম বাস থেকেই নেমেই মুশফিক সবার আগে ঢুকে পড়েন মিরপুরে। প্রথমে কিছুক্ষণ সারেন ব্যাটিং অনুশীলন। এরপর শুরু করেন উইকেটকিপিং অনুশীলন।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চোটে পড়ায় লিটন খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ।
মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে মূল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সোহান উইকেটের সামনে ও পেছনে আস্থার আরেক নাম হয়ে উঠেছেন। একাদশে থাকার যোগ্য দাবিদারও হয়ে উঠেছেন তিনি। মুশফিক না সোহান—কিপিং কে করবেন, সেই প্রশ্নও তাই সামনে এসেছে।
অবশ্য আজ বাংলাদেশের প্রথম ঘণ্টার অনুশীলন পর্ব দেখার পর আঁচ করা গেল, নিউজিল্যান্ডে সিরিজে মুশফিকই উইকেটের পেছনে দাঁড়াবেন। দলে থাকা তিন উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে যে আজ কিপিং অনুশীলন করেছেন শুধু মুশফিকই! বাকি দুজন সোহান ও লিটন দাস ব্যস্ত ছিলেন ব্যাটিং আর ফিল্ডিং অনুশীলন নিয়েই।

একদিন আগেই নুরুল হাসান সোহান বলেছেন, ‘১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, আমরা মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে।’
সেই সহায়তার নমুনাই যেন দেখা গেল আজ মিরপুরে। টেস্টে লিটন দাসের কাছে কিপিং হারানো মুশফিকুর রহিম এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং করা নিয়ে পড়েছেন ‘কঠিন পরীক্ষায়।’ আর সেই লড়াইটা সোহানের সঙ্গেই। তবে সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে সোহানই কিপিং অনুশীলনে সহায়তা করলেন মুশফিককে!
ঘটনাটি আজ দুপুরের আড়াইটার দিকের। মিরপুর শেরেবাংলার মাঝ উইকেটের পাশে মুশফিককে তখন কিপিং অনুশীলন করাচ্ছিলেন দলের ট্রেনার নিক লি। এ সময় পাশ দিয়ে ব্যাটিং অনুশীলনের জন্য উইকেটের দিকে যাচ্ছিলেন সোহান। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ব্যাটটা রেখেই ছুটে আসলেন মুশফিক আর নিক লির দিকে।
পরে নিক লি ব্যাট হাতে দাঁড়ালেন, আর উইকেটের পেছনে মুশফিক। সোহানের ছোঁড়া বল নিকের ব্যাট ছুঁয়ে যাচ্ছিল মুশফিকের গ্লাভসে। এভাবে প্রায় ১৫ মিনিট ধরে চলল মুশফিকের ক্যাচিং প্র্যাকটিস। তিনি অনুশীলন শেষ করলে সোহানও চলে গেলেন ব্যাটিং অনুশীলনের জন্য।
বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করে বাংলাদেশ। টিম বাস থেকেই নেমেই মুশফিক সবার আগে ঢুকে পড়েন মিরপুরে। প্রথমে কিছুক্ষণ সারেন ব্যাটিং অনুশীলন। এরপর শুরু করেন উইকেটকিপিং অনুশীলন।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চোটে পড়ায় লিটন খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ।
মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে মূল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সোহান উইকেটের সামনে ও পেছনে আস্থার আরেক নাম হয়ে উঠেছেন। একাদশে থাকার যোগ্য দাবিদারও হয়ে উঠেছেন তিনি। মুশফিক না সোহান—কিপিং কে করবেন, সেই প্রশ্নও তাই সামনে এসেছে।
অবশ্য আজ বাংলাদেশের প্রথম ঘণ্টার অনুশীলন পর্ব দেখার পর আঁচ করা গেল, নিউজিল্যান্ডে সিরিজে মুশফিকই উইকেটের পেছনে দাঁড়াবেন। দলে থাকা তিন উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে যে আজ কিপিং অনুশীলন করেছেন শুধু মুশফিকই! বাকি দুজন সোহান ও লিটন দাস ব্যস্ত ছিলেন ব্যাটিং আর ফিল্ডিং অনুশীলন নিয়েই।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
২ ঘণ্টা আগে