নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়া দল বিকেলে মাঠে ঢুকতেই প্রথমে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ময়জেস হেনরিকস এগিয়ে গেলেন উইকেটের দিকে। তাঁর পিছু পিছু ছুটলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। ঢেকে থাকা কাভার তুলে হেনরিকস তন্ন তন্ন করেই দেখলেন উইকেট। টিপে দেখলেন উইকেটের মাটিও। হেনরিকসের সঙ্গে যোগ দিলেন কোচও।
উইকেট দেখা শেষ হতেই হেনরিকস ও ল্যাঙ্গার দুজনে বেশ কিছুক্ষণ আলাপ সেরে নিলেন শেরেবাংলার মাঝ উইকেটের পাশে দাঁড়িয়ে। বাংলাদেশ সিরিজের আগে দুজন কি কথা বললেন কৌশল নিয়ে?
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হতে মাঝে বাকি একদিন। এখনো অস্ট্রেলিয়া তাদের অধিনায়কের নামই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ মাঠে ফেরার পর যেভাবে হেনরিকস সবার আগে উইকেটের দিকে গেলেন, প্রশ্ন আসছে এই সিরিজে তিনিই নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া দলকে?
অস্ট্রেলিয়া তাদের ওয়ানডে ও টি–টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়াই বাংলাদেশে এসেছে। চোটে পড়ায় দলেরর সঙ্গে আসা হয়নি ফিঞ্চের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যদিও ফিঞ্চের অনুপস্থিতিতে টি–টোয়েন্টিতে ম্যাথু ওয়েড এবং ওয়ানডেতে অ্যালেক্স ক্যারি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছিল এই দুজনের পাশাপাশি বাংলাদেশ সফরে স্কোয়াডের দুই সিনিয়র দুই সদস্য মিচেল মার্শ ও হেনরিকসও আছেন অধিনায়ক হওয়ার বিবেচনায়।
বাংলাদেশে আসার আগে অবশ্য অধিনায়ক কে হচ্ছেন সেই প্রশ্ন শুনতে হয়েছিল জাস্টিন ল্যাঙ্গারকে। স্পষ্ট উত্তর না দিয়ে তখন অস্ট্রেলিয়ার কোচ বলেছিলেন, ‘এই বিষয়ে আমরা কাজ করছি। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ধারাবাহিক হতে চাইব। আমরা আগেও দেখিয়েছি আমরা ধারাবাহিক। বাংলাদেশের টি-টোয়েন্টির ক্ষেত্রেও তা-ই করতে পারব বলে বিশ্বাস করি।’
সেই ধারাবাহিকতা থেকেই কি ওয়েড–ক্যারির পর ৩৪ বছর বয়সী হেনরিকসের কাঁধেই দায়িত্বের ভার দিচ্ছে অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়া দল বিকেলে মাঠে ঢুকতেই প্রথমে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ময়জেস হেনরিকস এগিয়ে গেলেন উইকেটের দিকে। তাঁর পিছু পিছু ছুটলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। ঢেকে থাকা কাভার তুলে হেনরিকস তন্ন তন্ন করেই দেখলেন উইকেট। টিপে দেখলেন উইকেটের মাটিও। হেনরিকসের সঙ্গে যোগ দিলেন কোচও।
উইকেট দেখা শেষ হতেই হেনরিকস ও ল্যাঙ্গার দুজনে বেশ কিছুক্ষণ আলাপ সেরে নিলেন শেরেবাংলার মাঝ উইকেটের পাশে দাঁড়িয়ে। বাংলাদেশ সিরিজের আগে দুজন কি কথা বললেন কৌশল নিয়ে?
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হতে মাঝে বাকি একদিন। এখনো অস্ট্রেলিয়া তাদের অধিনায়কের নামই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ মাঠে ফেরার পর যেভাবে হেনরিকস সবার আগে উইকেটের দিকে গেলেন, প্রশ্ন আসছে এই সিরিজে তিনিই নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া দলকে?
অস্ট্রেলিয়া তাদের ওয়ানডে ও টি–টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়াই বাংলাদেশে এসেছে। চোটে পড়ায় দলেরর সঙ্গে আসা হয়নি ফিঞ্চের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যদিও ফিঞ্চের অনুপস্থিতিতে টি–টোয়েন্টিতে ম্যাথু ওয়েড এবং ওয়ানডেতে অ্যালেক্স ক্যারি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছিল এই দুজনের পাশাপাশি বাংলাদেশ সফরে স্কোয়াডের দুই সিনিয়র দুই সদস্য মিচেল মার্শ ও হেনরিকসও আছেন অধিনায়ক হওয়ার বিবেচনায়।
বাংলাদেশে আসার আগে অবশ্য অধিনায়ক কে হচ্ছেন সেই প্রশ্ন শুনতে হয়েছিল জাস্টিন ল্যাঙ্গারকে। স্পষ্ট উত্তর না দিয়ে তখন অস্ট্রেলিয়ার কোচ বলেছিলেন, ‘এই বিষয়ে আমরা কাজ করছি। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ধারাবাহিক হতে চাইব। আমরা আগেও দেখিয়েছি আমরা ধারাবাহিক। বাংলাদেশের টি-টোয়েন্টির ক্ষেত্রেও তা-ই করতে পারব বলে বিশ্বাস করি।’
সেই ধারাবাহিকতা থেকেই কি ওয়েড–ক্যারির পর ৩৪ বছর বয়সী হেনরিকসের কাঁধেই দায়িত্বের ভার দিচ্ছে অস্ট্রেলিয়া?

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১০ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১১ ঘণ্টা আগে