
স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী

স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে