ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শুরুটা হয়েছিল ভারতকে কাঁপিয়ে। টানা দুই ওয়ানডে মিলিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। এর পর থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণে আস্থার নাম মোস্তাফিজুর রহমান। ১০ বছরের ক্যারিয়ারের বাজে সময় দেখেছেন বটে। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ থাকলে অবধারিতভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন বাঁহাতি এই পেসার। ভারতীয় ক্রিকেটের আগ্রহের কেন্দ্রেও থাকেন তিনি। ব্যতিক্রম নন এবারও। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের চোখে মোস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার।
এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে কাল ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে ৪ ম্যাচে চারটিতেই জয় পেয়েছে ভারত। তাদের দাপুটে ব্যাটিংয়ে লাগাম টানতে মোস্তাফিজকে রাখতে হবে বড় অবদান। এশিয়া কাপে এমনিতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই পেসার। শেষ দুটি ম্যাচে শিকার করেছেন তিনটি করে উইকেট।
দুবাইয়ের উইকেটে মোস্তাফিজকে নিয়ে সতর্ক ভারত। আজ সংবাদ সম্মেলনে টেন ডেসকাট বলেন, ‘হ্যাঁ, সে একজন চ্যাম্পিয়ন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে এবং খুবই দক্ষ বোলার। আমরা জানি কী ধরনের স্কিল নিয়ে সে মাঠে আসে। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করাটা একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে কিছুটা বিবর্ণ মোস্তাফিজ। ১৩ ম্যাচ খেলে তাঁর শিকার মাত্র ৮ উইকেট। তবু বাংলাদেশ দলে আরও ভালো খেলোয়াড় থাকলেও মোস্তাফিজের মান সবার ওপরে, বলে মনে করেন টেন ডেসকাট। তাঁর ভাষ্য, ‘আইপিএলে গিয়ে সে খুব ভালো খেলে। যেমনটা আগে বলেছি, আমরা সব প্রতিপক্ষকে সম্মান দেখাই। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে, মোস্তাফিজ সম্ভবত তাদের প্রিমিয়াম খেলোয়াড়, তাই তাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখি।’
টি-টোয়েন্টির নতুন যুগের সঙ্গে বাংলাদেশ তাল মেলাতে পারছে বলে ধারণা টেন ডেসকাটের, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি। আমি মনে করি, তারা এখন উন্নতির পথে আছে; টি-টোয়েন্টির নতুন যুগের সঙ্গে নিজেদের খেলা মানিয়ে নিয়েছে। ওপরের দিকে ভালো আক্রমণাত্মক ব্যাটার আছে তাদের এবং আগামীকালের চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি আমরা। তবে সবাই সবদিন নিজের সেরাটা দিতে পারে, এটা আমরা জানি।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৭ বারের দেখায় শুধু একটি জয় পেয়েছে বাংলাদেশ। কাল কি আসবে দ্বিতীয় জয়?

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শুরুটা হয়েছিল ভারতকে কাঁপিয়ে। টানা দুই ওয়ানডে মিলিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। এর পর থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণে আস্থার নাম মোস্তাফিজুর রহমান। ১০ বছরের ক্যারিয়ারের বাজে সময় দেখেছেন বটে। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ থাকলে অবধারিতভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন বাঁহাতি এই পেসার। ভারতীয় ক্রিকেটের আগ্রহের কেন্দ্রেও থাকেন তিনি। ব্যতিক্রম নন এবারও। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের চোখে মোস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার।
এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে কাল ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে ৪ ম্যাচে চারটিতেই জয় পেয়েছে ভারত। তাদের দাপুটে ব্যাটিংয়ে লাগাম টানতে মোস্তাফিজকে রাখতে হবে বড় অবদান। এশিয়া কাপে এমনিতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই পেসার। শেষ দুটি ম্যাচে শিকার করেছেন তিনটি করে উইকেট।
দুবাইয়ের উইকেটে মোস্তাফিজকে নিয়ে সতর্ক ভারত। আজ সংবাদ সম্মেলনে টেন ডেসকাট বলেন, ‘হ্যাঁ, সে একজন চ্যাম্পিয়ন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে এবং খুবই দক্ষ বোলার। আমরা জানি কী ধরনের স্কিল নিয়ে সে মাঠে আসে। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করাটা একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে কিছুটা বিবর্ণ মোস্তাফিজ। ১৩ ম্যাচ খেলে তাঁর শিকার মাত্র ৮ উইকেট। তবু বাংলাদেশ দলে আরও ভালো খেলোয়াড় থাকলেও মোস্তাফিজের মান সবার ওপরে, বলে মনে করেন টেন ডেসকাট। তাঁর ভাষ্য, ‘আইপিএলে গিয়ে সে খুব ভালো খেলে। যেমনটা আগে বলেছি, আমরা সব প্রতিপক্ষকে সম্মান দেখাই। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে, মোস্তাফিজ সম্ভবত তাদের প্রিমিয়াম খেলোয়াড়, তাই তাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখি।’
টি-টোয়েন্টির নতুন যুগের সঙ্গে বাংলাদেশ তাল মেলাতে পারছে বলে ধারণা টেন ডেসকাটের, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি। আমি মনে করি, তারা এখন উন্নতির পথে আছে; টি-টোয়েন্টির নতুন যুগের সঙ্গে নিজেদের খেলা মানিয়ে নিয়েছে। ওপরের দিকে ভালো আক্রমণাত্মক ব্যাটার আছে তাদের এবং আগামীকালের চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি আমরা। তবে সবাই সবদিন নিজের সেরাটা দিতে পারে, এটা আমরা জানি।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৭ বারের দেখায় শুধু একটি জয় পেয়েছে বাংলাদেশ। কাল কি আসবে দ্বিতীয় জয়?

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে