Ajker Patrika

দলে হবে সেই ব্যাটার কবে...

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫৮
টেস্টে নিজেদের সবশেষ ১০ ইনিংসে বাংলাদেশ দল রান তুলেছে ২২১৭; গড় ২২১.৭।  ছবি: এএফপি
টেস্টে নিজেদের সবশেষ ১০ ইনিংসে বাংলাদেশ দল রান তুলেছে ২২১৭; গড় ২২১.৭। ছবি: এএফপি

মাত্রই শেষ হওয়া মিরপুর টেস্ট হিসাবে নিয়ে সবশেষ ১০ ইনিংসে বাংলাদেশ দল রান তুলেছে ২২১৭; গড় ২২১.৭। এটাই যদি ব্যাটিংয়ের সত্যিকারের চিত্র হয়, তাহলে আর যা-ই হোক, লাল বলের ক্রিকেটে বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না; যেমন যায়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। আগের ভারত সফরেও ব্যাটিং-ব্যর্থতার কারণেই ছিল দলের অসহায় আত্মসমর্পণ।

শেরেবাংলায় হারের পর অবশ্য পুরস্কার বিতরণ মঞ্চে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, এটাই তাঁদের ব্যাটিংয়ের সত্যিকারের চিত্র নয়, ‘আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি।’

গত ১০ ইনিংসে শুধু দুবারই ৩০০‍+ রান তুলেছে বাংলাদেশ; যার একটিতে আছে ৫৬৫ (রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে)। কিন্তু দুবার ৩০০ পেরোনো স্কোরের বিপরীতে বাংলাদেশ ১৫০ রানের নিচে অলআউট হয়েছে ৩ বার। এরপরও যদি শান্তর ‘দল হিসেবে আরও ভালো ব্যাটিং করতে পারি’র কথা মেনেও নিই, তাহলে প্রশ্ন থেকে যায়, সেই ভালোটা কত ভালো? আজকের পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার শন পোলক তো বলেই দিয়েছেন—ধারাবাহিকতার বড্ড অভাব বাংলাদেশের। ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে না পারা, বারবার একই ভুল করার কথাও উঠে এসেছে তাঁর মূল্যায়নে।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সাদমান ইসলামের আউটের কথাই ধরা যাক। উইয়ান মুল্ডারের ফুল লেন্থের বল অফ স্টাম্পের বাইরে পড়ে চলে যাওয়ার মুখে খেলতে গিয়ে আউট হন সাদমান। ইনিংসের শুরুতেই সেই বল খেলার কোনোই যুক্তি দেখেন না পোলক, ‘ওপেনার হিসেবে সে উইকেট ছুড়ে দিয়ে এসেছে।’ শুধুই কি সাদমান? ৬৬টি টেস্ট খেলা অভিজ্ঞ মুমিনুল হকও কি দায়িত্ব নিয়ে না খেলার দায় এড়াতে পারবেন! দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার ব্যাক অব লেন্থ ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন। উইকেটে এসেই বলের মেরিট না বুঝে খোঁচা মারতে যাওয়ার কী দরকার বাপু। মুমিনুলের সেই খেলা নিয়ে পোলকের মন্তব্য, ‘রাবাদার বিপক্ষে যে শট সে খেলেছে, জানি না তারা কী ভেবে খেলছে।’

ভারত সফরে একেক দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে কখনো শান্ত, কখনো তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ সংবাদমাধ্যমকে সতীর্থদের স্কিলে ঘাটতি কিংবা মানসিকতায় সমস্যার কথা বলেছেন, এসব জায়গায় উন্নতির তাগিদ দিয়েছেন। এই ঘাটতি আর উন্নতির তাগিদের কথা দুই দশক ধরেই বলা হচ্ছে। কিন্তু কাজের কাজ হচ্ছে কই!

বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো স্কিল আমাদের ব্যাটারদের নেই, এটা অস্বীকারের কোনো উপায় নেই। কিন্তু টেস্টের মেজাজে টেস্ট খেলতে সমস্যাটা কোথায়? ভালো বলে আউট হলে কথা নেই, কিন্তু যে বল পিচ করার পর বাইরে চলে যাচ্ছে, সেই বল চেজ করে খেলতে গেলে তো ব্যাটারদের বেসিক নিয়েই প্রশ্ন আসে! সেই প্রশ্নটাই তুললেন রাজিন সালেহ। জাতীয় দলের সাবেক এই ব্যাটার ও ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত রাজিন বললেন, ‘ক্রিকেট কীভাবে খেলতে হয়, সেটা আমাদের ব্যাটারদের অজানা নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের যে ব্যাটিং দেখলাম, জানি না, ব্যাটাররা ব্যাটিংটা ভুলে গেছে কি না। টেস্ট খেলতে ধৈর্য লাগে, প্যাশনস লাগে—তাদের মধ্যে দুটিরই বড্ড অভাব। ধৈর্য ধরে খেলতে হয়, বাইরের বল ছাড়তে হয়, এটা যেন তারা ভুলেই গেছে!’

এই ভুলে যাওয়াটা কি বজায় থাকবে ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেও?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত