নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
পরশু ক্যান্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা মন্থর হওয়া শুরু লিটনকে দিয়ে। ১১ বল খেলে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক করলেন মোটে ৬ রান। অধিনায়ক যখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন, দলকে পথ দেখাবেন কে? লিটনের বিদায়ের পর আরও ছন্দপতন। পরের ২৮ বলের মধ্যে পড়েছে ৩টি উইকেট, এসেছে ২৪ রান। রানরেট ৯ থেকে নেমে দাঁড়ায় সাতে। লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটি অস্বীকার করেননি সিমন্স। বাংলাদেশ দলের প্রধান কোচ আজ ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে—শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে।’
ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না। তাঁর না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকেরকে নিয়ে কোচের ব্যাখ্যা, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। আজ রাতে তার অবস্থা দেখা হবে, এরপর কালকের ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’
জাকেরকে নিয়ে কোচ আরও বলেছেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’

অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
পরশু ক্যান্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা মন্থর হওয়া শুরু লিটনকে দিয়ে। ১১ বল খেলে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক করলেন মোটে ৬ রান। অধিনায়ক যখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন, দলকে পথ দেখাবেন কে? লিটনের বিদায়ের পর আরও ছন্দপতন। পরের ২৮ বলের মধ্যে পড়েছে ৩টি উইকেট, এসেছে ২৪ রান। রানরেট ৯ থেকে নেমে দাঁড়ায় সাতে। লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটি অস্বীকার করেননি সিমন্স। বাংলাদেশ দলের প্রধান কোচ আজ ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে—শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে।’
ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না। তাঁর না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকেরকে নিয়ে কোচের ব্যাখ্যা, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। আজ রাতে তার অবস্থা দেখা হবে, এরপর কালকের ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’
জাকেরকে নিয়ে কোচ আরও বলেছেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৭ ঘণ্টা আগে