Ajker Patrika

কোচ বলছেন, লিটনের আত্মবিশ্বাস কমে গেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। ছবি: বিসিবি
নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। ছবি: বিসিবি

অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।

পরশু ক্যান্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা মন্থর হওয়া শুরু লিটনকে দিয়ে। ১১ বল খেলে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক করলেন মোটে ৬ রান। অধিনায়ক যখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন, দলকে পথ দেখাবেন কে? লিটনের বিদায়ের পর আরও ছন্দপতন। পরের ২৮ বলের মধ্যে পড়েছে ৩টি উইকেট, এসেছে ২৪ রান। রানরেট ৯ থেকে নেমে দাঁড়ায় সাতে। লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটি অস্বীকার করেননি সিমন্স। বাংলাদেশ দলের প্রধান কোচ আজ ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে—শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে।’

ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না। তাঁর না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকেরকে নিয়ে কোচের ব্যাখ্যা, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। আজ রাতে তার অবস্থা দেখা হবে, এরপর কালকের ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’

জাকেরকে নিয়ে কোচ আরও বলেছেন, ‘সবার বাস্তববাদী হওয়া উচিত। জাকের চোটে পড়েছিল, তাই আমাদের বিকল্প খেলোয়াড় খেলাতে হয়েছে। এই ফরম্যাটে কেউ ওপেন করছে, কেউ পাঁচে বা ছয়ে ব্যাট করছে। মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না—তাই একজন ব্যাটারকে খেলাতে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত