
গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। টানা চার ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে ইংলিশরা। অস্ট্রেলিয়া চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেলেও হেরেছে ইংল্যান্ডের বিপক্ষেই। তবে শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে অ্যারন ফিঞ্চের দলও বিশ্বকাপে টিকে আছে। অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকারও সুযোগ আছে সেমিতে যাওয়ার। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের বড় জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকেও।
বিকেলের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর রাতে ইংল্যান্ড মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিয়ম রক্ষার হলেও জয়ের জন্য উন্মুখ থাকবে ইংল্যান্ডও। তবে প্রোটিয়াদের জন্য ম্যাচটা বাঁচা-মরার। এই ম্যাচে হারলে বিদায় অনেকটাই নিশ্চিত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘এটা অবশ্যই বড় ম্যাচ। অনেকেই এটাকে কোয়ার্টার ফাইনাল বলছে। এই ম্যাচে আমরা নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই।’
ভিন্ন ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। হারলে শঙ্কায় পড়বে তাদের সেমির সম্ভাবনাও। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ বলেছেন, নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই রাখতে চাইছিলেন তাঁরা। ফিঞ্চ বলেন, ‘আমরা ঠিক করেছি নেট রান রেট নিয়ে কথা বলব না। আমরা নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই রাখতে চাচ্ছিলাম। যদি অন্যদের জয় বা পরাজয়ের ওপর আমরা নির্ভর করতে শুরু করি, তবে সেটা আপনার লক্ষ্যকে বাধাগ্রস্ত করবে। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। যদি নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারি, তবে আমরা নিজেরাই যথেষ্ট।’
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও উইন্ডিজকে একেবারে হালকাভাবে দেখতে নারাজ ফিঞ্চ, ‘ওয়েস্ট ইন্ডিজ বেশ বিপজ্জনক দল। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় তাদের এখন হারানোর কিছুই নেই। এই দিকটাও বিপজ্জনক হতে পারে।’

গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। টানা চার ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে ইংলিশরা। অস্ট্রেলিয়া চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেলেও হেরেছে ইংল্যান্ডের বিপক্ষেই। তবে শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে অ্যারন ফিঞ্চের দলও বিশ্বকাপে টিকে আছে। অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকারও সুযোগ আছে সেমিতে যাওয়ার। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের বড় জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকেও।
বিকেলের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর রাতে ইংল্যান্ড মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিয়ম রক্ষার হলেও জয়ের জন্য উন্মুখ থাকবে ইংল্যান্ডও। তবে প্রোটিয়াদের জন্য ম্যাচটা বাঁচা-মরার। এই ম্যাচে হারলে বিদায় অনেকটাই নিশ্চিত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘এটা অবশ্যই বড় ম্যাচ। অনেকেই এটাকে কোয়ার্টার ফাইনাল বলছে। এই ম্যাচে আমরা নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই।’
ভিন্ন ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। হারলে শঙ্কায় পড়বে তাদের সেমির সম্ভাবনাও। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ বলেছেন, নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই রাখতে চাইছিলেন তাঁরা। ফিঞ্চ বলেন, ‘আমরা ঠিক করেছি নেট রান রেট নিয়ে কথা বলব না। আমরা নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই রাখতে চাচ্ছিলাম। যদি অন্যদের জয় বা পরাজয়ের ওপর আমরা নির্ভর করতে শুরু করি, তবে সেটা আপনার লক্ষ্যকে বাধাগ্রস্ত করবে। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। যদি নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারি, তবে আমরা নিজেরাই যথেষ্ট।’
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও উইন্ডিজকে একেবারে হালকাভাবে দেখতে নারাজ ফিঞ্চ, ‘ওয়েস্ট ইন্ডিজ বেশ বিপজ্জনক দল। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় তাদের এখন হারানোর কিছুই নেই। এই দিকটাও বিপজ্জনক হতে পারে।’

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে