
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচই হয়েছে একতরফা। গতকাল নিউজিল্যান্ডের একতরফা জয়ের পর পাকিস্তানও আজ জিতেছে হেসেখেলে। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়েছে পাকিস্তান। ডাচদের এই বিশাল পরাজয়ের ম্যাচে নজর কেড়েছেন বাস ডি লিড। ২০ বছর আগে বাবার রেকর্ডের তালিকায় বসেছেন ডাচ এই অলরাউন্ডার।
পাকিস্তানের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে মূলত ভাঙন ধরিয়েছেন ডি লিড। ৩২ তম ওভারের তৃতীয় বলে অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। একই ওভারে ফিরিয়েছেন ইফতিখার আহমেদকেও। ওভারের শেষ বলে কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লোয়ার মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। এই জুটিও ভেঙেছেন ডি লিড। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করেছেন ডাচ পেস বোলিং অলরাউন্ডার। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। শেষ পর্যন্ত ৯ ওভারে ৬২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন ডাচ অলরাউন্ডার।
২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের প্রতিবেশী ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাসের বাবা টিম ডি লিড। পার্লে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ ভারতীয় ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন টিম। ৯.৫ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। যা বিশ্বকাপে এখন পর্যন্ত বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং। ৪ উইকেটের মধ্যে সেদিন শচীন-রাহুল দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ২ উইকেট ছিল। ২০ বছর পর আজ বাস ডি লিডের বোলিং বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা পাঁচ বোলিংয়ের মধ্যে জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং:
টিম ডি লিড-৪/৩৫; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: পার্ল; ২০০৩
ফেইকো ক্লুপেনবার্গ-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
আদিল রাজা-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
বাস ডি লিড-৪ /৬২; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হায়দরাবাদ; ২০০৩
বিলি স্টেলিং-৩/১২; প্রতিপক্ষ: স্কটল্যান্ড; ভেন্যু: বাসেটেরে; ২০০৭

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচই হয়েছে একতরফা। গতকাল নিউজিল্যান্ডের একতরফা জয়ের পর পাকিস্তানও আজ জিতেছে হেসেখেলে। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়েছে পাকিস্তান। ডাচদের এই বিশাল পরাজয়ের ম্যাচে নজর কেড়েছেন বাস ডি লিড। ২০ বছর আগে বাবার রেকর্ডের তালিকায় বসেছেন ডাচ এই অলরাউন্ডার।
পাকিস্তানের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে মূলত ভাঙন ধরিয়েছেন ডি লিড। ৩২ তম ওভারের তৃতীয় বলে অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। একই ওভারে ফিরিয়েছেন ইফতিখার আহমেদকেও। ওভারের শেষ বলে কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লোয়ার মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। এই জুটিও ভেঙেছেন ডি লিড। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করেছেন ডাচ পেস বোলিং অলরাউন্ডার। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। শেষ পর্যন্ত ৯ ওভারে ৬২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন ডাচ অলরাউন্ডার।
২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের প্রতিবেশী ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাসের বাবা টিম ডি লিড। পার্লে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ ভারতীয় ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন টিম। ৯.৫ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। যা বিশ্বকাপে এখন পর্যন্ত বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং। ৪ উইকেটের মধ্যে সেদিন শচীন-রাহুল দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ২ উইকেট ছিল। ২০ বছর পর আজ বাস ডি লিডের বোলিং বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা পাঁচ বোলিংয়ের মধ্যে জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং:
টিম ডি লিড-৪/৩৫; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: পার্ল; ২০০৩
ফেইকো ক্লুপেনবার্গ-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
আদিল রাজা-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
বাস ডি লিড-৪ /৬২; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হায়দরাবাদ; ২০০৩
বিলি স্টেলিং-৩/১২; প্রতিপক্ষ: স্কটল্যান্ড; ভেন্যু: বাসেটেরে; ২০০৭

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৮ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে