
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচই হয়েছে একতরফা। গতকাল নিউজিল্যান্ডের একতরফা জয়ের পর পাকিস্তানও আজ জিতেছে হেসেখেলে। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়েছে পাকিস্তান। ডাচদের এই বিশাল পরাজয়ের ম্যাচে নজর কেড়েছেন বাস ডি লিড। ২০ বছর আগে বাবার রেকর্ডের তালিকায় বসেছেন ডাচ এই অলরাউন্ডার।
পাকিস্তানের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে মূলত ভাঙন ধরিয়েছেন ডি লিড। ৩২ তম ওভারের তৃতীয় বলে অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। একই ওভারে ফিরিয়েছেন ইফতিখার আহমেদকেও। ওভারের শেষ বলে কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লোয়ার মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। এই জুটিও ভেঙেছেন ডি লিড। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করেছেন ডাচ পেস বোলিং অলরাউন্ডার। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। শেষ পর্যন্ত ৯ ওভারে ৬২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন ডাচ অলরাউন্ডার।
২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের প্রতিবেশী ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাসের বাবা টিম ডি লিড। পার্লে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ ভারতীয় ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন টিম। ৯.৫ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। যা বিশ্বকাপে এখন পর্যন্ত বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং। ৪ উইকেটের মধ্যে সেদিন শচীন-রাহুল দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ২ উইকেট ছিল। ২০ বছর পর আজ বাস ডি লিডের বোলিং বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা পাঁচ বোলিংয়ের মধ্যে জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং:
টিম ডি লিড-৪/৩৫; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: পার্ল; ২০০৩
ফেইকো ক্লুপেনবার্গ-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
আদিল রাজা-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
বাস ডি লিড-৪ /৬২; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হায়দরাবাদ; ২০০৩
বিলি স্টেলিং-৩/১২; প্রতিপক্ষ: স্কটল্যান্ড; ভেন্যু: বাসেটেরে; ২০০৭

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচই হয়েছে একতরফা। গতকাল নিউজিল্যান্ডের একতরফা জয়ের পর পাকিস্তানও আজ জিতেছে হেসেখেলে। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়েছে পাকিস্তান। ডাচদের এই বিশাল পরাজয়ের ম্যাচে নজর কেড়েছেন বাস ডি লিড। ২০ বছর আগে বাবার রেকর্ডের তালিকায় বসেছেন ডাচ এই অলরাউন্ডার।
পাকিস্তানের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে মূলত ভাঙন ধরিয়েছেন ডি লিড। ৩২ তম ওভারের তৃতীয় বলে অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। একই ওভারে ফিরিয়েছেন ইফতিখার আহমেদকেও। ওভারের শেষ বলে কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লোয়ার মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। এই জুটিও ভেঙেছেন ডি লিড। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করেছেন ডাচ পেস বোলিং অলরাউন্ডার। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। শেষ পর্যন্ত ৯ ওভারে ৬২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন ডাচ অলরাউন্ডার।
২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের প্রতিবেশী ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাসের বাবা টিম ডি লিড। পার্লে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ ভারতীয় ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন টিম। ৯.৫ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। যা বিশ্বকাপে এখন পর্যন্ত বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং। ৪ উইকেটের মধ্যে সেদিন শচীন-রাহুল দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ২ উইকেট ছিল। ২০ বছর পর আজ বাস ডি লিডের বোলিং বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা পাঁচ বোলিংয়ের মধ্যে জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের সেরা বোলিং:
টিম ডি লিড-৪/৩৫; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: পার্ল; ২০০৩
ফেইকো ক্লুপেনবার্গ-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
আদিল রাজা-৪/৪২; প্রতিপক্ষ: নামিবিয়া; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০০৩
বাস ডি লিড-৪ /৬২; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হায়দরাবাদ; ২০০৩
বিলি স্টেলিং-৩/১২; প্রতিপক্ষ: স্কটল্যান্ড; ভেন্যু: বাসেটেরে; ২০০৭

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে