
জয়ের পাল্লা একবার ভারতের দিকে ঝুঁকে তো আরেকবার পাকিস্তানের দিকে। পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। তাতে শেষ হাসি হাসল ভারত। জয়ের জন্য শেষ ১২ বলে টিম ইন্ডিয়ার দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ১৯তম ওভারে ৩ চার মেরে হার্দিক পান্ডিয়া সেই পরিসংখ্যান ৬ বলে নামিয়ে আনেন ৭ রানে।
তবে রোমাঞ্চ তখনো বাকি। শেষ ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে পাকিস্তানের জয়ের আশা জাগিয়ে তোলেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। পরের দুই বলে মাত্র এক রান নিতে পারে ভারত। তবে তৃতীয় বলেই নওয়াজকে লং-অন দিয়ে ছক্কা মেরে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বুক থেকে চাপের ভার কমান পান্ডিয়া। এশিয়া কাপে নিজেদর প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেল ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ১৪৮ রান করে তারা। এর আগে দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান।
উদ্বোধনী জুটির শুরুটা রাঙাতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৫ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বাউন্সারে অর্শদীপ সিংয়ের ক্যাচে ফেরেন বাবর (১০)। তিনে এসে ব্যর্থ হন ফখর জামানও। ১০ রান করে আবেশ খানের শিকার হন তিনি। ৪২ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লে-তে দুই উইকেটে আসে ৪৩ রান। এ সময় একপাশ আগলে রাখা রিজওয়ানের সঙ্গে দারুণ জুটি গড়েন ইফতেখার আহমেদ। তাঁদের ৪৫ রানের জুটি ভাঙে ইফতেখার (২৮) ফিরলে। হার্দিক পান্ডিয়ার শট বলে দিনেশ কার্তিকের গ্লাভসে আটকা পড়েন তিনি।
নিজের পরের ওভারে জোড়া শিকার করেন পান্ডিয়া। প্রথম বলে ওপেনার রিজওয়ানকে পুল করতে বাধ্য করেন তিনি। তাতে ডিপ থার্ডে থাকা আবেশের তালুবন্দী হন তিনি। ৪৩ রানে ফেরেন রিজওয়ানও। একই ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে ফেরান এই পেসার। অনুশীলনে ছক্কার ঝড় তোলা আসিফ আলী পাননি কোনো ছক্কার দেখা। মাত্র ৯ রান করে ভুবেনেশ্বরের শিকার হন তিনি। এই পেসারের চার শিকারে ঠিকমতো দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। শেষের দিকে শাহনেওয়াজ দাহানির ১৬ রানে চড়ে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। শুরুতেই টি-টোয়েন্টিতে অভিষক্তি নাসিম শাহর বলে বোল্ড লোকেশ রাহুল (০)। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে ভারত। দুজনের জুটিতে দলীয় ৫০ রানের সংগ্রহ পায় তারা। তবে পরপর দুই বলে রোহিত (১২) ও কোহলিকে (৩৫) সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান নওয়াজ। এরপর জাদেজা ও সূর্যকুমার যাদব মিলে ভারতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাদব ফেরেন ১৮ রান। এরপর পান্ডিয়ার সঙ্গে জুটি বাঁধেন জাদেজা। একপ্রান্ত আগলে রাখেন এই অলরাউন্ডর। অন্যদিকে পান্ডিয়া খেলতে থাকেন ব্যাট চালিয়ে। জাদেজা ৩৫ রান করে শেষ ওভারে প্রথম বলে ফিরলেও পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ৩৩ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এর আগে বল হাতে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন তিনি। ভুবনেশ্বর নেন ৪ উইকেট।

জয়ের পাল্লা একবার ভারতের দিকে ঝুঁকে তো আরেকবার পাকিস্তানের দিকে। পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। তাতে শেষ হাসি হাসল ভারত। জয়ের জন্য শেষ ১২ বলে টিম ইন্ডিয়ার দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ১৯তম ওভারে ৩ চার মেরে হার্দিক পান্ডিয়া সেই পরিসংখ্যান ৬ বলে নামিয়ে আনেন ৭ রানে।
তবে রোমাঞ্চ তখনো বাকি। শেষ ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে পাকিস্তানের জয়ের আশা জাগিয়ে তোলেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। পরের দুই বলে মাত্র এক রান নিতে পারে ভারত। তবে তৃতীয় বলেই নওয়াজকে লং-অন দিয়ে ছক্কা মেরে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বুক থেকে চাপের ভার কমান পান্ডিয়া। এশিয়া কাপে নিজেদর প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেল ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ১৪৮ রান করে তারা। এর আগে দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান।
উদ্বোধনী জুটির শুরুটা রাঙাতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৫ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বাউন্সারে অর্শদীপ সিংয়ের ক্যাচে ফেরেন বাবর (১০)। তিনে এসে ব্যর্থ হন ফখর জামানও। ১০ রান করে আবেশ খানের শিকার হন তিনি। ৪২ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লে-তে দুই উইকেটে আসে ৪৩ রান। এ সময় একপাশ আগলে রাখা রিজওয়ানের সঙ্গে দারুণ জুটি গড়েন ইফতেখার আহমেদ। তাঁদের ৪৫ রানের জুটি ভাঙে ইফতেখার (২৮) ফিরলে। হার্দিক পান্ডিয়ার শট বলে দিনেশ কার্তিকের গ্লাভসে আটকা পড়েন তিনি।
নিজের পরের ওভারে জোড়া শিকার করেন পান্ডিয়া। প্রথম বলে ওপেনার রিজওয়ানকে পুল করতে বাধ্য করেন তিনি। তাতে ডিপ থার্ডে থাকা আবেশের তালুবন্দী হন তিনি। ৪৩ রানে ফেরেন রিজওয়ানও। একই ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে ফেরান এই পেসার। অনুশীলনে ছক্কার ঝড় তোলা আসিফ আলী পাননি কোনো ছক্কার দেখা। মাত্র ৯ রান করে ভুবেনেশ্বরের শিকার হন তিনি। এই পেসারের চার শিকারে ঠিকমতো দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। শেষের দিকে শাহনেওয়াজ দাহানির ১৬ রানে চড়ে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। শুরুতেই টি-টোয়েন্টিতে অভিষক্তি নাসিম শাহর বলে বোল্ড লোকেশ রাহুল (০)। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে ভারত। দুজনের জুটিতে দলীয় ৫০ রানের সংগ্রহ পায় তারা। তবে পরপর দুই বলে রোহিত (১২) ও কোহলিকে (৩৫) সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান নওয়াজ। এরপর জাদেজা ও সূর্যকুমার যাদব মিলে ভারতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাদব ফেরেন ১৮ রান। এরপর পান্ডিয়ার সঙ্গে জুটি বাঁধেন জাদেজা। একপ্রান্ত আগলে রাখেন এই অলরাউন্ডর। অন্যদিকে পান্ডিয়া খেলতে থাকেন ব্যাট চালিয়ে। জাদেজা ৩৫ রান করে শেষ ওভারে প্রথম বলে ফিরলেও পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ৩৩ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এর আগে বল হাতে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন তিনি। ভুবনেশ্বর নেন ৪ উইকেট।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১২ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
৩৭ মিনিট আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে