ক্রীড়া ডেস্ক

আগে বেশ কয়েকবারই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা শোনা গেলেও আলোর মুখে দেখেনি। তবে এবার মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার পথে। সবকিছু পরিকল্পনা মতো হলে আগামী ফেব্রুয়ারিতেই হবে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে আজ এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। চলতি ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরই তিন দলকে নিয়ে মিরপুরে শুরু হবে মেয়েদের বিপিএল। প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে। তিন দল প্রথম পর্বে দুবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল।
মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নারী বিপিএল ভূমিকা রাখবে বলে আশাবাদী ফাহিম, ‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি, টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি, এটি নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’
আলোচনায় থাকা টুর্নামেন্টটি নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন ফাহিম, ‘আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা (নারী বিপিএল) করব। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের মধ্যে।’
দল কম হওয়া প্রসঙ্গে মানসম্পন্ন ক্রিকেটারের কথা উল্লেখ করলেন ফাহিম, ‘আমাদের দেশে নারী ক্রিকেটারদের মানসম্পন্ন জোগানের ঘাটতি রয়েছে। তাই আপাতত তিন দল নিয়েই লিগ শুরু করছি। বেশ কিছু প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহ ও যোগ্যতা যাচাই করে দ্রুতই তিন দলের নাম ও মালিকানা চূড়ান্ত করা হবে।’

আগে বেশ কয়েকবারই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা শোনা গেলেও আলোর মুখে দেখেনি। তবে এবার মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার পথে। সবকিছু পরিকল্পনা মতো হলে আগামী ফেব্রুয়ারিতেই হবে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে আজ এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। চলতি ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরই তিন দলকে নিয়ে মিরপুরে শুরু হবে মেয়েদের বিপিএল। প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে। তিন দল প্রথম পর্বে দুবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল।
মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নারী বিপিএল ভূমিকা রাখবে বলে আশাবাদী ফাহিম, ‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি, টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি, এটি নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’
আলোচনায় থাকা টুর্নামেন্টটি নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন ফাহিম, ‘আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা (নারী বিপিএল) করব। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের মধ্যে।’
দল কম হওয়া প্রসঙ্গে মানসম্পন্ন ক্রিকেটারের কথা উল্লেখ করলেন ফাহিম, ‘আমাদের দেশে নারী ক্রিকেটারদের মানসম্পন্ন জোগানের ঘাটতি রয়েছে। তাই আপাতত তিন দল নিয়েই লিগ শুরু করছি। বেশ কিছু প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহ ও যোগ্যতা যাচাই করে দ্রুতই তিন দলের নাম ও মালিকানা চূড়ান্ত করা হবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে