
দুই দিন আগেই গুঞ্জন উঠেছিল ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে। এবার সেটা সত্যিও হতে যাচ্ছে। তবে শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচই নয়, আরও কিছু ম্যাচের সূচি পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়েছেন জয় শাহ।
গতকাল দিল্লিতে বিসিসিআইয়ের সভাশেষে বোর্ড সচিব জয় বলেন, ‘সূচিতে কয়েকটি ম্যাচের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সূচিতে দুই-তিনটি তারিখ পরিবর্তনের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে কয়েকটি পূর্ণ সদস্যের দেশ। আইসিসির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি দুই-তিন দিনের মধ্যে বিষয়টির পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হওয়ার কথা ১৯ নভেম্বর। আর ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর, আহমেদাবাদে। কিন্তু এই দিনই সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে বলে নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরিপ্রেক্ষিতে ম্যাচের সূচি এক দিন এগিয়ে, অর্থাৎ ১৪ অক্টোবরে আনার আলোচনা চলছে।
তবে সূচি পরিবর্তন যে নিরাপত্তার জন্যই হচ্ছে এমনটা নয় বলে জানিয়েছেন জয়। বিসিসিআই সচিব বলেছেন, ‘যদি নিরাপত্তার সমস্যাই হয়, তাহলে ম্যাচ কেন সেখানে (আহমেদাবাদে) যাবে? ১৪ কিংবা ১৫ অক্টোবর কোনো সমস্যা নয়। দুই বা তিনটি বোর্ডের অনুরোধ যেন লজিস্টিক চ্যালেঞ্জের কারণে সূচি পরিবর্তন করা হয়। কিছু ম্যাচ আছে, যেখানে মাত্র দুই দিনের ব্যবধানে খেলা হবে। তাই এই খেলার পরদিন ভ্রমণ করে আবার খেলা কঠিন হবে।’
বিশ্বকাপের ম্যাচের তারিখে পরিবর্তন এলেও মাঠের কোনো পরিবর্তন হবে না। জয় বলেছেন, ‘যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যেন ম্যাচের ভেন্যুর কোনো পরিবর্তন না আসে। এটা না করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেসব দলের ম্যাচের মধ্যে ছয় দিনের বিরতি আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আর দুই দিনের বিরতির ম্যাচগুলোকে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে।’
বিশ্বকাপের সবকিছু নিয়ে বিস্তারিত জানা গেলেও টিকিটের বিষয়ে এখন কোনো অগ্রগতি জানা যায়নি কখন টিকিট বিক্রি শুরু হবে। তবে এ বিষয়ে খুব দ্রুত জানা যাবে বলে জানিয়েছেন জয়। তাঁর মতে, আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা করবেন।

দুই দিন আগেই গুঞ্জন উঠেছিল ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে। এবার সেটা সত্যিও হতে যাচ্ছে। তবে শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচই নয়, আরও কিছু ম্যাচের সূচি পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়েছেন জয় শাহ।
গতকাল দিল্লিতে বিসিসিআইয়ের সভাশেষে বোর্ড সচিব জয় বলেন, ‘সূচিতে কয়েকটি ম্যাচের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সূচিতে দুই-তিনটি তারিখ পরিবর্তনের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে কয়েকটি পূর্ণ সদস্যের দেশ। আইসিসির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি দুই-তিন দিনের মধ্যে বিষয়টির পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হওয়ার কথা ১৯ নভেম্বর। আর ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর, আহমেদাবাদে। কিন্তু এই দিনই সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে বলে নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরিপ্রেক্ষিতে ম্যাচের সূচি এক দিন এগিয়ে, অর্থাৎ ১৪ অক্টোবরে আনার আলোচনা চলছে।
তবে সূচি পরিবর্তন যে নিরাপত্তার জন্যই হচ্ছে এমনটা নয় বলে জানিয়েছেন জয়। বিসিসিআই সচিব বলেছেন, ‘যদি নিরাপত্তার সমস্যাই হয়, তাহলে ম্যাচ কেন সেখানে (আহমেদাবাদে) যাবে? ১৪ কিংবা ১৫ অক্টোবর কোনো সমস্যা নয়। দুই বা তিনটি বোর্ডের অনুরোধ যেন লজিস্টিক চ্যালেঞ্জের কারণে সূচি পরিবর্তন করা হয়। কিছু ম্যাচ আছে, যেখানে মাত্র দুই দিনের ব্যবধানে খেলা হবে। তাই এই খেলার পরদিন ভ্রমণ করে আবার খেলা কঠিন হবে।’
বিশ্বকাপের ম্যাচের তারিখে পরিবর্তন এলেও মাঠের কোনো পরিবর্তন হবে না। জয় বলেছেন, ‘যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যেন ম্যাচের ভেন্যুর কোনো পরিবর্তন না আসে। এটা না করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেসব দলের ম্যাচের মধ্যে ছয় দিনের বিরতি আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আর দুই দিনের বিরতির ম্যাচগুলোকে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে।’
বিশ্বকাপের সবকিছু নিয়ে বিস্তারিত জানা গেলেও টিকিটের বিষয়ে এখন কোনো অগ্রগতি জানা যায়নি কখন টিকিট বিক্রি শুরু হবে। তবে এ বিষয়ে খুব দ্রুত জানা যাবে বলে জানিয়েছেন জয়। তাঁর মতে, আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা করবেন।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৬ মিনিট আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৩ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
৪ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৫ ঘণ্টা আগে