
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম প্রতিযোগিতা শেষ হয়েছে আজ। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের কোনো ব্যাটার এবার সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি। সেরা তিন রান সংগ্রাহক– ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউড।
সেরা রান সংগ্রাহক হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্রাইক রেটে লুঙ্গি এনগিদি ও মোস্তাফিজুর রহমানের চেয়ে পিছিয়ে আছেন কোহলি-সূর্যরা। রান কম কিংবা বেশি; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর সর্বোচ্চ স্ট্রাইক রেটের ক্রিকেটারের জায়গায় এনগিদির নামই থাকছে।
দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১ বল মোকাবিলায় ৪ রান করেন লুঙ্গি। এতে তাঁর স্ট্রাইক রেট ৪০০, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ। তাঁর পরেই আছেন মোস্তাফিজ। ২ ইনিংসে ৪ বল খেলে ৯ রান করেছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। তাঁর স্ট্রাইক রেট ২২৫। এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট মোস্তাফিজের।
মোস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে কোনো রান না করেই অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। তাঁর পরেই আছেন আর্শদীপ সিং। বিশ্বকাপে এক ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১ বলে ২ রান করেছেন, এতে তাঁর স্ট্রাইক রেট ২০০।
সূর্যকুমার যাদব এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে ১৮৯.৮৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন ভারতীয় ব্যাটার। ৩ ইনিংসে ১২ বলে ২২ রান করেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি পেসারের স্ট্রাইক রেট ১৮৩.৩৩। এবারের বিশ্বকাপে ৬ ইনিংসে ২৯৬ রান করেছেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ১৩৬.৪০।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম প্রতিযোগিতা শেষ হয়েছে আজ। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের কোনো ব্যাটার এবার সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি। সেরা তিন রান সংগ্রাহক– ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউড।
সেরা রান সংগ্রাহক হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্রাইক রেটে লুঙ্গি এনগিদি ও মোস্তাফিজুর রহমানের চেয়ে পিছিয়ে আছেন কোহলি-সূর্যরা। রান কম কিংবা বেশি; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর সর্বোচ্চ স্ট্রাইক রেটের ক্রিকেটারের জায়গায় এনগিদির নামই থাকছে।
দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১ বল মোকাবিলায় ৪ রান করেন লুঙ্গি। এতে তাঁর স্ট্রাইক রেট ৪০০, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ। তাঁর পরেই আছেন মোস্তাফিজ। ২ ইনিংসে ৪ বল খেলে ৯ রান করেছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। তাঁর স্ট্রাইক রেট ২২৫। এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট মোস্তাফিজের।
মোস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে কোনো রান না করেই অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। তাঁর পরেই আছেন আর্শদীপ সিং। বিশ্বকাপে এক ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১ বলে ২ রান করেছেন, এতে তাঁর স্ট্রাইক রেট ২০০।
সূর্যকুমার যাদব এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে ১৮৯.৮৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন ভারতীয় ব্যাটার। ৩ ইনিংসে ১২ বলে ২২ রান করেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি পেসারের স্ট্রাইক রেট ১৮৩.৩৩। এবারের বিশ্বকাপে ৬ ইনিংসে ২৯৬ রান করেছেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ১৩৬.৪০।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
১৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু
৩০ মিনিট আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে