
সংযুক্ত আরব আমিরাতে আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের প্রতি তালেবান সরকার বিধিনিষেধ আরোপ করায় আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছে অজিরা।
সিরিজের সঙ্গে জড়িত অংশীদার ও অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবান নারীদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অজিরা সিরিজ বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রশিদ খান। উল্টো হুমকি দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে না খেলার বিবেচনা করছেন আফগান স্পিনার, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের এবং বিশ্বমঞ্চে আমরা বেশ উন্নতিও করছি। “সিএ”-এর এই সিদ্ধান্ত আমাদের এই পদযাত্রাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।’
টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে রশিদ খান খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। অজিরা সিরিজ বাতিল করায় এই লিগে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চান না জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ লেখেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়, তবে আমি বিগ ব্যাশে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না।’
‘সিএ’-এর সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)। গতকাল এক বিবৃতিতে তারা জানায়, ‘মার্চে তিন ম্যাচের ঘরোয়া সিরিজ বাতিলের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে এসিবি হতাশ ও মনঃক্ষুণ্ন।’
এই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে এসিবি। এভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলকে অন্যায় ও অপ্রত্যাশিত হিসেবে মনে করছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড।

সংযুক্ত আরব আমিরাতে আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের প্রতি তালেবান সরকার বিধিনিষেধ আরোপ করায় আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছে অজিরা।
সিরিজের সঙ্গে জড়িত অংশীদার ও অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবান নারীদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অজিরা সিরিজ বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রশিদ খান। উল্টো হুমকি দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে না খেলার বিবেচনা করছেন আফগান স্পিনার, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের এবং বিশ্বমঞ্চে আমরা বেশ উন্নতিও করছি। “সিএ”-এর এই সিদ্ধান্ত আমাদের এই পদযাত্রাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।’
টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে রশিদ খান খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। অজিরা সিরিজ বাতিল করায় এই লিগে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চান না জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ লেখেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়, তবে আমি বিগ ব্যাশে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না।’
‘সিএ’-এর সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)। গতকাল এক বিবৃতিতে তারা জানায়, ‘মার্চে তিন ম্যাচের ঘরোয়া সিরিজ বাতিলের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে এসিবি হতাশ ও মনঃক্ষুণ্ন।’
এই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে এসিবি। এভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলকে অন্যায় ও অপ্রত্যাশিত হিসেবে মনে করছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে