
অনেক অপেক্ষা শেষে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল পাকিস্তান। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অবসর ভেঙে ফেরা দুই তারকা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার শেষে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জুনে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম। গত বছর ওয়ানডে বিশ্বকাপে পর তিন সংস্করণ থেকে নেতৃত্ব হারালেও এ বছরের শুরুতে সাদা বলে নেতৃত্ব ফিরে পান তিনি। বিশ্বকাপ দলে আছেন চোট থেকে ফেরা পেসার হারিস রউফ। গত জানুয়ারিতে পাকিস্তানের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
আজ ঘোষিত দল নিয়ে পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘তরুণ ও অভিজ্ঞদের নিয়ে এটি বেশ প্রতিভাসম্পন্ন ও ভারসাম্য দল। এই খেলোয়াড়েরা কিছু সময়ের জন্য একসঙ্গে খেলছে এবং পরের মাসের ইভেন্টের জন্য বেশ ভালোভাবে প্রস্তুত।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ড সফরে আছে পাকিস্তান। ৩০ মে ওভালে ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচটি খেলে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বাবররা। ৬ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও কানাডা।
আজ রাতে দুই ঘণ্টার সভা শেষে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করে নির্বাচক কমিটি। এই সভায় ছিলেন আবদুল রাজ্জাক, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আফজাল, গ্যারি কারস্টেন, মোহাম্মদ ইউসুফ ও ওয়াহাব রিয়াজ।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

অনেক অপেক্ষা শেষে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল পাকিস্তান। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অবসর ভেঙে ফেরা দুই তারকা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার শেষে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জুনে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম। গত বছর ওয়ানডে বিশ্বকাপে পর তিন সংস্করণ থেকে নেতৃত্ব হারালেও এ বছরের শুরুতে সাদা বলে নেতৃত্ব ফিরে পান তিনি। বিশ্বকাপ দলে আছেন চোট থেকে ফেরা পেসার হারিস রউফ। গত জানুয়ারিতে পাকিস্তানের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
আজ ঘোষিত দল নিয়ে পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘তরুণ ও অভিজ্ঞদের নিয়ে এটি বেশ প্রতিভাসম্পন্ন ও ভারসাম্য দল। এই খেলোয়াড়েরা কিছু সময়ের জন্য একসঙ্গে খেলছে এবং পরের মাসের ইভেন্টের জন্য বেশ ভালোভাবে প্রস্তুত।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ড সফরে আছে পাকিস্তান। ৩০ মে ওভালে ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচটি খেলে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বাবররা। ৬ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও কানাডা।
আজ রাতে দুই ঘণ্টার সভা শেষে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করে নির্বাচক কমিটি। এই সভায় ছিলেন আবদুল রাজ্জাক, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আফজাল, গ্যারি কারস্টেন, মোহাম্মদ ইউসুফ ও ওয়াহাব রিয়াজ।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে