নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার লক্ষ্য থাকে অনেক ক্রিকেটারই। এবার আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) মোস্তাফিজকে নিয়ে গেলেও এখন পর্যন্ত এক ম্যাচেই তাঁকে একাদশে নিয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। লিটন এখনো কলকাতা নাইট রাইডার্সের একাদশেই সুযোগ পাননি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইপিএলে লিটন-মোস্তাফিজের প্রতি প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বিন মর্তুজা বললেন, ‘আইপিএলে লিটন খেলবে কী খেলবে না, এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে মাথাব্যথা না, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বললেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের একজন খেলোয়াড় খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলাবে না। এখানে অনেক বিষয় থাকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয় থাকে, আমরাও উদ্গ্রীব হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যান বেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই, আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল।’
গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে সাকিব আল হাসানের সঙ্গে দেখা হয়েছিল মাশরাফির। দুজনের বেশ আলাপ হয় তখন। সে আলাপ কি কোনো বিশেষ কারণে? সাংবাদিকদের এ প্রশ্নে মাশরাফির পাল্টা প্রশ্ন, ‘সাকিবের সঙ্গে কথা বললেই বিশেষ কারণ থাকবে কেন? আমরা কথা বলতে পারি না? সাকিব আমার সতীর্থ ছিল। ওর সঙ্গে ১৩-১৪ বছর খেলেছি। ওর সঙ্গে কথা বলতে তো কোনো কারণ প্রয়োজন নেই।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার লক্ষ্য থাকে অনেক ক্রিকেটারই। এবার আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) মোস্তাফিজকে নিয়ে গেলেও এখন পর্যন্ত এক ম্যাচেই তাঁকে একাদশে নিয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। লিটন এখনো কলকাতা নাইট রাইডার্সের একাদশেই সুযোগ পাননি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইপিএলে লিটন-মোস্তাফিজের প্রতি প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বিন মর্তুজা বললেন, ‘আইপিএলে লিটন খেলবে কী খেলবে না, এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে মাথাব্যথা না, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বললেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের একজন খেলোয়াড় খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলাবে না। এখানে অনেক বিষয় থাকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয় থাকে, আমরাও উদ্গ্রীব হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যান বেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই, আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল।’
গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে সাকিব আল হাসানের সঙ্গে দেখা হয়েছিল মাশরাফির। দুজনের বেশ আলাপ হয় তখন। সে আলাপ কি কোনো বিশেষ কারণে? সাংবাদিকদের এ প্রশ্নে মাশরাফির পাল্টা প্রশ্ন, ‘সাকিবের সঙ্গে কথা বললেই বিশেষ কারণ থাকবে কেন? আমরা কথা বলতে পারি না? সাকিব আমার সতীর্থ ছিল। ওর সঙ্গে ১৩-১৪ বছর খেলেছি। ওর সঙ্গে কথা বলতে তো কোনো কারণ প্রয়োজন নেই।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে