Ajker Patrika

বাংলাদেশ সিরিজের আগে পিসিবির ওপর ক্ষোভ পাকিস্তানি ক্রিকেটারের

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২: ১৫
বাংলাদেশ সিরিজের আগে পিসিবির ওপর ক্ষোভ পাকিস্তানি ক্রিকেটারের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানি পেসার তানভীর আহমেদ। 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ঘোষিত দলে পরিবর্তন আনে পাকিস্তান। লেগস্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামরান গুলামকে পরশু বাদ দেওয়া হয়েছে। তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। যেখানে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। পিসিবির এমন সিদ্ধান্তে তানভীর তোপ দেগেছেন ওয়াকার ইউনিসের ওপর। যেখানে ওয়াকার পিসিবিতে নতুন এক দায়িত্বে আছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তানভীর বলেন, ‘আপনারা সবাই কী দেখেছেন? ওয়াকার ইউনিস এবং তার নির্বাচক কমিটি আবরার আহমেদ ও কামরান গুলামকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে বাদ দিয়েছে। বাকি যেটা দাঁড়াল, সেটা হলো যে পাকিস্তানের ক্রিকেটকে ওয়াকার ইউনিস ধ্বংস করবেন।’   

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পেস নির্ভর বোলিং আক্রমণ নিয়েই নামছে পাকিস্তান। স্বাগতিক দলে স্পিনার বলতে রইলেন শুধু আগা সালমান। তাও তিনি আবার খণ্ডকালীন। পিসিবির নির্বাচক কমিটি নিয়ে তানভীর আরও বলেন, ‘তৃতীয় শ্রেণির নির্বাচক কমিটির লজ্জা থাকা উচিত যে তারা আবরার ও কামরান গুলামকে দল থেকে বাদ দিয়েছে। ওয়াকার ইউনিস নিজেকে কিংবদন্তি কীভাবে দাবি করেন? এ দুই জনকে কেন বাদ দেওয়া হলো?’

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠেই ৩০ আগস্ট হচ্ছে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। তবে ১৪ আগস্ট পিসিবি জানিয়েছিল, সংস্কারকাজ চলায় দ্বিতীয় টেস্ট রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। সেই সিদ্ধান্ত গতকাল পাল্টে ফেলে পিসিবি। করাচি থেকে ম্যাচ সরিয়ে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়। সংস্কারকাজ মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে। আইসিসির ইভেন্টটি ট্রফি হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। আইসিসি এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে পিসিবি অনেক আগেই লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি—এই তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত