নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা বাদ দিলে এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে তাঁর ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর।
তাসকিন আহমেদ অনাপত্তি না পেলেও ছন্দে ফেরার আশায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজ পেয়েছেন বিসিবির অনাপত্তিপত্র। জানা গেছে, ৩০ এপ্রিল পর্যন্ত তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এরপরই রয়েছে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ। নতুন করে বিসিবির অনাপত্তিপত্র না পেলে পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। তবে জিম্বাবুয়ে সিরিজের চেয়ে মোস্তাফিজকে আইপিএল খেলানোর পক্ষে বিসিবির পরিচালক আকরাম খান। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বাঁহাতি পেসারের ছন্দে ফেরা খুবই জরুরি। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বললেন, ‘আপনি যদি মোস্তাফিজের পারফরম্যান্স দেখেন, বলতে পারবেন না যে একদম ভালো করছে (আইপিএলে)। প্রথম একটা-দুটা ম্যাচে, প্রথম ম্যাচটা অনেক ভালো করেছে। কিন্তু গতকালও অনেক রান দিয়েছে, তবে সে ভালো করছে। গতকাল ফিল্ডিংয়ে ক্যাচ যেটা হয়েছে...।’
আকরাম আরও বলেন, ‘আমার মনে হয় ও (মোস্তাফিজ) যে অবস্থায় যাচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ না খেলে ওখানে যদি খেলতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। জিম্বাবুয়ের যে শক্তমত্তা, তার চেয়ে আইপিএলের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। আমার মনে হয়ে ওখানে হলে সে অনেক কিছু শিখতে পারবে। ও যদি আগের ছন্দে চলে আসে, সবচেয়ে বেশি লাভবান কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে।’
৩০ এপ্রিলের পর মোস্তাফিজ আবারও যদি এনওসির আবেদন করে বিসিবির কাছে, সেটা দেওয়ার পক্ষে আকরাম, ‘আমি তো বলেছি, সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেহেতু সে টেস্ট খেলে না, তার ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। তারপরে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমাদের যে জাতীয় দলের কোচ আছে। ওনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এটা নিয়ে বেশি চিন্তাভাবনা করেছেন, যেহেতু সে ফর্মে ছিল না, এখন যেভাবে মোটামুটি ভালো খেলা শুরু করেছে, ও যদি আর দু-তিনটা ম্যাচ ভালো করতে পারে, লাভবান কিন্তু আমরাই হব।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্র থেকেও জানা গেছে, মোস্তাফিজকে আইপিএলে আরও এক ম্যাচ বেশি খেলার সুযোগ দেওয়া হচ্ছে। বাঁহাতি পেসার দেশে ফিরবেন ১ মে। জিম্বাবুয়ে সিরিজ শুরু ৩ মে।

মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা বাদ দিলে এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে তাঁর ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর।
তাসকিন আহমেদ অনাপত্তি না পেলেও ছন্দে ফেরার আশায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজ পেয়েছেন বিসিবির অনাপত্তিপত্র। জানা গেছে, ৩০ এপ্রিল পর্যন্ত তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এরপরই রয়েছে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ। নতুন করে বিসিবির অনাপত্তিপত্র না পেলে পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। তবে জিম্বাবুয়ে সিরিজের চেয়ে মোস্তাফিজকে আইপিএল খেলানোর পক্ষে বিসিবির পরিচালক আকরাম খান। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বাঁহাতি পেসারের ছন্দে ফেরা খুবই জরুরি। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বললেন, ‘আপনি যদি মোস্তাফিজের পারফরম্যান্স দেখেন, বলতে পারবেন না যে একদম ভালো করছে (আইপিএলে)। প্রথম একটা-দুটা ম্যাচে, প্রথম ম্যাচটা অনেক ভালো করেছে। কিন্তু গতকালও অনেক রান দিয়েছে, তবে সে ভালো করছে। গতকাল ফিল্ডিংয়ে ক্যাচ যেটা হয়েছে...।’
আকরাম আরও বলেন, ‘আমার মনে হয় ও (মোস্তাফিজ) যে অবস্থায় যাচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ না খেলে ওখানে যদি খেলতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। জিম্বাবুয়ের যে শক্তমত্তা, তার চেয়ে আইপিএলের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। আমার মনে হয়ে ওখানে হলে সে অনেক কিছু শিখতে পারবে। ও যদি আগের ছন্দে চলে আসে, সবচেয়ে বেশি লাভবান কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে।’
৩০ এপ্রিলের পর মোস্তাফিজ আবারও যদি এনওসির আবেদন করে বিসিবির কাছে, সেটা দেওয়ার পক্ষে আকরাম, ‘আমি তো বলেছি, সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেহেতু সে টেস্ট খেলে না, তার ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। তারপরে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমাদের যে জাতীয় দলের কোচ আছে। ওনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এটা নিয়ে বেশি চিন্তাভাবনা করেছেন, যেহেতু সে ফর্মে ছিল না, এখন যেভাবে মোটামুটি ভালো খেলা শুরু করেছে, ও যদি আর দু-তিনটা ম্যাচ ভালো করতে পারে, লাভবান কিন্তু আমরাই হব।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্র থেকেও জানা গেছে, মোস্তাফিজকে আইপিএলে আরও এক ম্যাচ বেশি খেলার সুযোগ দেওয়া হচ্ছে। বাঁহাতি পেসার দেশে ফিরবেন ১ মে। জিম্বাবুয়ে সিরিজ শুরু ৩ মে।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১৬ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৪৪ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে