আজকের পত্রিকা ডেস্ক

প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’
তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।

ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।

প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’
তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।

ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে